শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২
খুলনা ব্যুরো
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

১০০ আসন ছেড়ে দিতে পারে জামায়াত : গোলাম পরওয়ার

খুলনার সোনাডাঙ্গায় ছাত্রশিবিরের সদস্য পুনর্মিলনীতে বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার। ছবি : কালবেলা
খুলনার সোনাডাঙ্গায় ছাত্রশিবিরের সদস্য পুনর্মিলনীতে বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার মাধ্যমে পূর্ণ নির্বাচনি প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে ৩০০ আসনে আমরা নির্বাচন করতে পারবো না। কিছু আসন আমাদের ছাড়া লাগবে। আমিরে জামায়াত আমাকে একটা আইডিয়া দিয়েছেন। এমনও হতে পারে— সমঝোতা করতে করতে কমপক্ষে প্রায় একশ আসন আমাদের ছেড়ে দেওয়া লাগতে পারে। অন্তত দুইশ আসনে আমরা নির্বাচন করব।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে নগরীর সোনাডাঙ্গা থানাধীন আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগরী ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সদস্য পুনর্মিলনী (১৯৭৭-২০২৫) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, দ্বীনকে জাতীয় সংসদে পাঠানোর জন্য এ সময়টিই সবচেয়ে উপযুক্ত সময়। যারা এক সময় ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তাদের সবাইকে এখন আবার সক্রিয় হয়ে দেশের জন্য ভূমিকা রাখতে হবে। এজন্য জামায়াতের প্রতিটি কর্মীকে এখন নির্বাচনী মাঠে নেমে পূর্ণশক্তিতে কাজ করার আহ্বান জানাই।

‘সম্প্রীতির টানে শিকড়ের পানে’ এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে মিয়া গোলাম পরওয়ার আবেগঘন স্মৃতিচারণ করেন। তিনি খুলনার ছাত্রশিবির নেতা আমিনুল ইসলাম বিমান, মুন্সী আব্দুল হালিম, আমানুল্লাহ আমান, শেখ রহমত আলী, আবুল কাশেম পাঠান ও সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের নাম উল্লেখ করে বলেন, তাদের ত্যাগ ও অবদান আমাদের রাজনীতির ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। এ সময় মিলনায়তনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

খুলনা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে ও সেক্রেটারি রাকিব হাসানের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান ও সেক্রেটারি অ্যাড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মহানগরী ছাত্রশিবিরের সাবেক সভাপতি শেখ কামরুল আলমসহ বিভিন্ন সময়ের দায়িত্ব পালনকারী নেতারা উপস্থিত ছিলেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, জাতীয় নির্বাচন সামনে। জামায়াত ইতোমধ্যে ৩০০ আসনে প্রার্থী দিয়েছে। এখন থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচনের কত আগে আমি ছুটি নিয়ে বাড়ি যেতে পারব। এটাই মোক্ষম সময় সিদ্ধান্ত নেওয়ার।

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে সংগঠন যখন যাকে যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত মেনে নেওয়ার ব্যাপারে আমাদের মানসিকতা তৈরি করতে হবে। আমরা আমাদের ভাইকে বিজয়ী করা নয়, আন্দোলনকে বিজয়ী করার জন্য আমাদের ত্যাগ স্বীকার করতে হবে।

ক্ষমতাকে আল্লাহর দান উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় কে যাবে বা যাবে না, সেটির মালিক আল্লাহ। তাই ক্ষমতার দম্ভ দেখানো উচিত নয়। কেউ কেউ মনে করেন তারা ক্ষমতায় চলে গেছেন। এমন দম্ভ করা ঠিক না।

তিনি আরও বলেন, পৃথিবীর ৯১টি দেশে পিআর চালু আছে, এর ৬-৭টি পদ্ধতি রয়েছে। বাংলাদেশের জন্য কোন পদ্ধতি উপযোগী— তা নিয়ে খোলামেলা আলোচনা হতে পারে।

এ অনুষ্ঠানের প্রধান বক্তা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের দাঁড়ানোর সুযোগ ছিল না, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে আল্লাহ তায়ালা আমাদের সুযোগ করে দিয়েছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্যানেল দিতে পারছে না অনেকেই। যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল বামদের আঁতুড়ঘর, সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা আমাদের এত কিছু দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা পা ছেড়ে মাথার রগে ফোকাস করছি, মজার ছলে সর্ব মিত্র

নাটকীয় ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

হঠাৎ খিঁচুনিতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

আবারও ইনজুরিতে ইয়ামাল

ঈদগাহের নামকরণ নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষ

খুলনায় ছেলের হাতে বাবা খুন

চাকসু নির্বাচন / ১৫ সেকেন্ডে দিতে হবে ১ ভোট

‘ভোটের অধিকার না থাকায় শ্রমজীবীরা বেশি অমর্যাদার শিকার’

এক গ্রামে ১১ জনের শরীরে মিলল অ্যানথ্রাক্সের উপসর্গ

১০

থানায় জিডি করলেন সালাউদ্দিন টুকু

১১

সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু

১২

সাইফের চোখ বাঁচাতে প্রয়োজন ৩০ লাখ টাকা

১৩

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৮ রান

১৪

জাতিসংঘে ড. ইউনূসের সফর গণতন্ত্র ও মানবিক সংহতির বার্তা : প্রেস সচিব

১৫

বিরক্ত মেহজাবীন চৌধুরী

১৬

জামায়াত অন্তত ১৬০টি আসন পাবে : সাদ্দাম

১৭

‘মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রী হয়রানির অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’

১৮

পার্বত্য অঞ্চলকে অশান্ত করে খোয়াব পূরণ হবে না : জাগপা

১৯

‘আসল শিবির হইলো আমার মা, বাড়ি এলেই জোর করে বোরকা পরায়’

২০
X