সাতক্ষীরায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন। এটাই সাতক্ষীরায় একদিনে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।
এর মধ্য দিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৫০০ অতিক্রম করল। একইসঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা অর্ধশত অতিক্রম করল। এর আগে একদিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সর্বোচ্চ সংখ্যা ছিল ১৯ জন।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় সর্বোচ্চ ২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মারা গেছেন একজন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬১ জন রোগী। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ছয়জন। বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ জন, কলারোয়ায় ১৪ জন, সাতক্ষীরা সদর হাসপাতালে পাঁচজন, কালিগঞ্জে দুজন, শ্যামনগরে দুজন এবং বেসরকারি হাসপাতালে দুজন রোগী ভর্তি রয়েছেন।
এদিকে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের প্রতিদিনের ডেঙ্গু রোগীর প্রতিবেদন পর্যালোচনা করে জানা যায়, গত ১ জানুয়ারী হতে ৩১ জুলাই পর্যন্ত সাতক্ষীরা জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ১৪৯ জন। আগস্ট মাসে রোগী ভর্তি হয় ২২৫ জন এবং মারা যায় চারজন। আগস্ট মাসে মৃতদের একজনকে সেপ্টেম্বর মাসের প্রতিবেদনে দেখানো হয়েছে। এ ছাড়া সেপ্টেম্বর মাসের গত ১২ দিনে হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ১৪৬ জন।
মন্তব্য করুন