সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১১:৫৮ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

দৌলতপুরে শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে : জুয়েল

ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে বক্তব্য রাখেন ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা
ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে বক্তব্য রাখেন ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে এবং কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না, এমন আশ্বাস দিয়েছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল।

শনিবার (১৮ অক্টোবর) সকালে নুরজাহান রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে আগত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা অংশ নেন এবং ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী তাদেরকে চিকিৎসাসেবা প্রদান করেন।

শরিফ উদ্দিন জুয়েল বলেন, স্বাধীনতার পর থেকে দৌলতপুর একটি অবহেলিত উপজেলা। এখানে অনেক রাজনৈতিক নেতা তৈরি হলেও দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। আমি যদি দৌলতপুর থেকে মনোনয়ন পাই এবং বিএনপি সরকার গঠন করে, তাহলে ৫০ শয্যার হাসপাতালকে আধুনিক হাসপাতালে রূপান্তরিত করব। স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করব।

তিনি আরও বলেন, সন্ত্রাস ও মাদকমুক্ত দৌলতপুর গড়ে তুলব। চিলমারী ইউনিয়নের প্রায় দেড় লক্ষ মানুষ একটি সেতুর অভাবে নাগরিক সেবা থেকে বঞ্চিত। আমি মনোনয়ন পেলে এবং বিএনপি সরকারে এলে সেখানে একটি স্থায়ী সেতু নির্মাণ করব। দৌলতপুরের প্রতিটি কৃষক যাতে ন্যায্য মূল্যে সার ও বীজ পায়, তা নিশ্চিত করব।

নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করতে কুটির শিল্প স্থাপন এবং সুদমুক্ত ঋণের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, দৌলতপুরের মা-বোনদের পায়ে দাঁড় করাতে কুটির শিল্প গড়ে তোলা হবে। সুদমুক্ত ঋণের ব্যবস্থা থাকবে যেন তারা নিজেরাই নিজেদের ভাগ্য গড়তে পারে।

সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার করে তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে এমন একটি রাষ্ট্র গঠন করব, যেখানে অবহেলিত বৃদ্ধ-বৃদ্ধারা তাদের সন্তানদের দ্বারা অবহেলিত না হয়। এই লক্ষ্যে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।

পরে বিকেলে মরিচা ইউনিয়নের বৈরাগীর চর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ প্রচারে লিফলেট বিতরণ করেন শরিফ উদ্দিন জুয়েল। এ সময় দৌলতপুর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আলতাফ হোসেনকে নিয়ে প্রতিপক্ষের কিছু নেতাকর্মীর কটূক্তির প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে আলতাফ হোসেন দৌলতপুরে বিএনপি প্রতিষ্ঠা করেছেন। তাকে অপমান মানে শহীদ জিয়াউর রহমানকে অপমান। এ ধরনের আচরণের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।

তিনি অভিযোগ করেন, একটি মহল মনোনয়ন নিয়ে দৌলতপুরের মানুষের বিশ্বাস ভঙ্গ করছে। তারা অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না। যেদিন দল থেকে মনোনয়ন ঘোষণা করবে, তা আপনারা মিডিয়ার মাধ্যমেই জানতে পারবেন।

এছাড়া তিনি মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দেন এবং অবৈধ বালু উত্তোলনকারীদের কঠোর হুঁশিয়ারি দেন।

এর আগে, গত শুক্রবার (১৭ অক্টোবর) সদর ইউনিয়নের দৌলতখালী স্কুল মাঠে একটি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন শরিফ উদ্দিন জুয়েল। সেখানে তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের খেলাধুলার দিকে আগ্রহী করতে হবে। এ জন্য যত পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ

১০

কোনো কোনো দল বলছে আমরা নাকি মানুষকে ধোঁকা দিচ্ছি : তারেক রহমান

১১

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষের বক্তব্য 

১২

স্বর্ণের দামে নতুন ইতিহাস, সোমবার থেকে কার্যকর

১৩

ডিবির জালে আটক মাদক সম্রাট স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল

১৪

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই : সালাহউদ্দিন

১৫

পাকিস্তানি সেনাদের সহযোগিতাকারীরা ভোটের জন্য এসেছে : মির্জা ফখরুল

১৬

এবার ক্রিকেটারদের সঙ্গে ‘বৈঠকে’ বসছে পাকিস্তানও, উত্তেজনা তুঙ্গে 

১৭

‘মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ মন্তব্যের জেরে আইনি পথে যাচ্ছে ডাকসু

১৮

যানজট ও নাগরিক ভোগান্তি কমাতে পদক্ষেপ নেওয়া হবে : হামিদ

১৯

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় যাবে : দুলু

২০
X