ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ

সেতুর অভাবে ৫০ বছর ধরে ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ

সেতুর অভাবে নৌকা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ১০ গ্রামের মানুষ। ছবি : কালবেলা
সেতুর অভাবে নৌকা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ১০ গ্রামের মানুষ। ছবি : কালবেলা

সেতুর অভাবে ৫০ বছরেরও বেশি সময় ধরে নৌকা দিয়ে চলাচল করছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ১০ গ্রামের মানুষ। উপজেলার ইকরকান্দি বাজার ও পুরাতন লঞ্চঘাট এলাকায় কীর্তিনাশা নদী পারাপারে বিকল্প কোনো রাস্তা নেই। বর্ষা ও শুকনো মৌসুমে নৌকায় একমাত্র ভরসা ১০ হাজার মানুষের। ফেরাঙ্গীকান্দী, নাওডোবা, সিংজালা, নারায়ণপুর, ইকরকান্দি, সূর্য মনিসহ প্রায় ১০ গ্রামের মানুষ ৫০ বছরেরও বেশি সময় ধরে প্রতিদিন নৌকা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে থাকেন।

স্থানীয় ইকরকান্দি বাজারের পাশে রয়েছে ৫৬নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরানি মাদ্রাসা, ইকরকান্দি বাজার, নারায়ণপুর উচ্চ বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়, নারায়ণপুর ইউনিয়ন ভূমি অফিস। এসব অফিসে সেবা নেওয়ার জন্য নৌকাই একমাত্র ভরসা। যোগাযোগের জন্য সড়ক থাকলেও সেতুর অভাবে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীদের।

সরেজমিনে কীর্তিনাশা নদীর ঘাটে গিয়ে দেখা যায়, লোকজন নদী পারাপারের জন্য অপেক্ষা করছেন। অপরপ্রান্ত থেকে জীবনের ঝুঁকি নিয়ে কৃষক, ব্যবসায়ী, স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ ছোট নৌকা দিয়ে পারাপার হচ্ছে।

ইকরকান্দি বাজারের ব্যবসায়ী জালাল উদ্দীন খাঁ বলেন, আমার বয়স এখন ৬৫। ছোটবেলা থেকে নৌকা দিয়ে নদী পারাপার হচ্ছি। স্কুল, মাদ্রাসা, ভূমি অফিস, পরিষদ, কমিটি ক্লিনিক, বাজারসহ সব প্রতিষ্ঠানে আসতে একমাত্র অবলম্বন নৌকা। ব্রিটিশ আমল থেকে এই নদীতে কোনো সেতু হয়নি। এলাকায় একটি সেতু নির্মাণ করা খুবই জরুরি। এতে সড়ক যোগাযোগ, শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন, ব্যবসা বৃদ্ধিসহ এলাকাবাসীর সার্বিক উন্নয়ন ঘটবে।

নৌকার মাঝি ইকরকান্দি গ্রামের আজিজ মাদবর বলেন, ২ বছর ধরে আমি এখানে নৌকা চালান। ব্রিটিশ আমল থেকে এ ঘাটে খেয়া পারাপার হয়। নৌকা দিয়ে প্রতিদিন ৫ হাজার লোক পারাপার হয়। আমি চাই, এখানে একটা সেতু হোক। আমি নৌকা না চালাতে পারলেও দুঃখ নেই। তবে সেতু হলে যোগাযোগ ব্যবস্থা ভালো হবে।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাউদ্দিন মাদবর বলেন, এখানে একটি সেতু নির্মাণে দাবি দীর্ঘদিনের। জনদুর্ভোগ এড়াতে নদীটির নারায়ণপুর ও ইকরকান্দি বাজারের মধ্যবর্তী স্থানে সেতু নির্মাণের দাবি জানাচ্ছি। এখানে একটি সেতু নির্মিত হলে এলাকাবাসী এই দুর্ভোগ থেকে রক্ষা পাবে।

নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, যোগাযোগের সমস্যার কারণে এই এলাকার শিক্ষার্থীরা অনেক পিছিয়ে রয়েছে। অনেক সময় নদীতে স্রোত থাকে তখন বাচ্চারা স্কুলে আসতে চায় না। বর্ষা মৌসুমে নৌকায় করে পারাপার ঝুঁকিপূর্ণ হওয়ায় অনেকেই লেখাপড়ার আগ্রহ হারিয়ে ফেলে। ওই এলাকা থেকে ভেদরগঞ্জ বাজার ঘুরে স্কুলে আসতে বাচ্চাদের অনেক সময় লাগে।

এলজিইডি ভেদরগঞ্জ প্রকৌশলী মো. অনুপম চক্রবর্তী জানান, ইকরকান্দি পুরাতন লঞ্চ ঘাট নামক স্থানে কীর্তিনাশা নদীতে ১১০ মিটার দৈর্ঘ্য এবং ২৪ মিটার প্রস্ত সেতু নির্মাণের অংশ হিসেবে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি এখনো অনুমোদন হয়নি। প্রস্তাবটি অনুমোদন পেলে কাজ শুরু করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

আরও ৪ দেশে এনআইডি কার্যক্রমের অনুমতি

ব্রাজিল দলে জায়গা না পেয়ে নেইমারের রহস্যময় বার্তা

বদনজর ও কালো জাদুর ক্ষতি থেকে বাঁচার ৫ আমল

বিশ্বকাপজয়ী মেসিকে নিয়ে মিলল সুসংবাদ

চিকন শিশুকে মোটা বলায় সংঘর্ষ, আহত ১০

চিরকুট লিখে প্রাণ দিলেন ব্যবসায়ী

প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় কমিটি গঠন

আফগানিস্তানে যাত্রীবাহী বাস উল্টে নিহত কমপক্ষে ২৫

প্রধান শিক্ষক যুবলীগ নেতা, ফাঁদে পড়ে ইংরেজি শিক্ষক গরুর রাখাল

১০

প্রতীকী মূল্যে মসজিদ-মন্দিরকে জমি দিয়ে ইতিহাস গড়ল রেলওয়ে

১১

নওগাঁয় চালককে হত্যা, পাঁচজনের যাবজ্জীবন

১২

শাহরুখ না, শাকিবকে নায়ক হিসেবে চান মনিকা

১৩

শেখ হাসিনাও তত্ত্বাবধায়ক সরকার চান, ভূতের মুখে রাম নাম : অ্যাটর্নি জেনারেল

১৪

ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা, ফিরেছেন জুনায়েদ সিদ্দিক

১৫

ভিকির মতো শান্ত মানুষ সাইকো থ্রিলার ভাবেন কীভাবে, প্রশ্ন নাবিলার

১৬

চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানিমূলক কিছু দেখামাত্র ব্যবস্থার নির্দেশ

১৭

আবুল খায়ের গ্রুপে মার্কেটিং অফিসার পদে নিয়োগ

১৮

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নিয়োগ, আজই আবেদন করুন

১৯

রাজনীতিতে শিষ্টাচার-শুদ্ধাচারের আবশ্যকতা 

২০
X