গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়িতে ভাড়া বাসা থেকে পাপিয়া মণ্ডল (২০) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে কোনাবাড়ি জরুন এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত পাপিয়া মণ্ডল পিরোজপুর জেলার সদর থানার পরিতোষ মণ্ডলের মেয়ে এবং শ্রীজন মজুমদারের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে কোনাবাড়িল জরুন এলাকায় শিশির খানের বাসায় ভাড়া থাকতেন।
নিহতের স্বামী শ্রীজন মজুমদার বলেন, মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত দুজন একসঙ্গে মোবাইল দেখে ঘুমাই। সকাল ৭টার দিকে উঠে দেখি ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে পাপিয়া। আশপাশের ভাড়াটিয়াদের ডাক দিলে তারা পুলিশকে খবর দেয়। পরে কোনাবাড়ি থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন বলেন,পাপিয়া মণ্ডল নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্তের পর জানা যাবে। হত্যাকাণ্ড হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন