সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০২:৫৮ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় গেলে কৃষককে ন্যায্য মর্যাদা দেওয়া হবে: সালাউদ্দিন বাবু

বক্তব্য রাখছেন সালাউদ্দিন বাবু। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন সালাউদ্দিন বাবু। ছবি : কালবেলা

বাংলাদেশের কৃষকই এই দেশের মেরুদণ্ড। অথচ আজ সেই কৃষকই সবচেয়ে অবহেলিত, সবচেয়ে বঞ্চিত। বিএনপি ক্ষমতায় গেলে কৃষককে তার ন্যায্য মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ–পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক, ঢাকা–১৯ আসনের সাবেক সংসদ ও সাভার-আশুলিয়া আসনে মনোনয়নপ্রত্যাশী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর)সাভারের আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় আশুলিয়া থানা কৃষক দলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সালাউদ্দিন বাবু বলেন, আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে একজন কৃষক তার ঘাম ঝরানো পরিশ্রমের ন্যায্য দাম পাবে, সারের জন্য লাইনে দাঁড়াতে হবে না, বিদ্যুতের অভাবে সেচ বন্ধ রাখতে হবে না। কৃষি হবে লাভজনক পেশা, কৃষক হবে সম্মানের মানুষ।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার শুধু কথায় উন্নয়ন দেখিছে, বাস্তবে তারা কৃষকের পিঠে কুড়াল মেরেছে। ধানের দাম পায় না কৃষক, পণ্যের বাজারে আগুন—এই অবস্থা আর চলতে দেওয়া যায় না। তাই জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে কৃষক সমাজকে মাঠে থাকতে হবে। বিএনপি কৃষকের দলে, কৃষকের আন্দোলনের দলে—এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

ডা. সালাউদ্দিন বাবু উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, ভয় পাবেন না, পিছিয়ে যাবেন না। জনগণ জেগে উঠেছে, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এখন ঘরে ঘরে পৌঁছে গেছে। সেই আন্দোলনের অগ্রভাগে থাকবে কৃষক সমাজ, কারণ দেশের মাটি ও মানুষের সঙ্গে তাদের সম্পর্ক সবচেয়ে গভীর।

তিনি শেষে আশুলিয়া থানা কৃষক দলের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলেন, এ লড়াই শুধু দলের নয়, দেশের ভবিষ্যতের লড়াই। এই মাটির সন্তানদের ঘাম ও শ্রমের মর্যাদা রক্ষার লড়াই। জয় আমাদের হবেই, ইনশাআল্লাহ।

এসময় তিনি আরো বলেন, প্রতিপক্ষকে দূর্বল ভাবার কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিপক্ষরা অনেক ভাল করেছে। তাই প্রতিপক্ষকে দূর্বল ভাবার কোন সুযোগ নেই; সুতরাং দলের বিজয় নিশ্চিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

আশুলিয়া থানা কৃষকদের আহ্বায়ক লুৎফুর রহমানের সভাপতিত্বে সদস্য সচিব মো. আবুল হোসেন মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন ঢাকা জেলা কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট আবু হানিফ মিয়া, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, আশুলিয়া থানা বিএনপির যুগ্ন সম্পাদক ও আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. শরীফুল আলম, সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাভার বাজার রোড বিএনপির সভাপতি ওবায়দুর রহমান অভি, সাভার পৌরসভার সহ-সভাপতি এডভোকেট নাজিমুদ্দিন, ঢাকা জেলা ছাত্রদল উত্তরের সভাপতি মো. তমিজ উদ্দিন,ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন, আশুলিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুল কাশেম, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ জিল্লুর রহমান, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি হাজী পিয়ার আলী, আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি রকি দেওয়ানসহ আরো অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে মুহূর্তেই পুড়ে ছাই যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা

পশ্চিম তীর দখল হবে না, আশ্বস্ত করলেন ট্রাম্প

হাওরে ভাসছিল নিখোঁজ মুক্তিযোদ্ধার মরদেহ 

২৪ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

যমুনা রেল সেতুর পিলারে ফাটল, ব্যাখ্যা দিল সেতু কর্তৃপক্ষ

রং-কেমিক্যাল দিয়ে আইসক্রিম তৈরি, লাখ টাকা জরিমানা

বাকৃবিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল

খুবির ক্যারিয়ার ক্লাবের ‘পাবলিক স্পিকিং’ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত

বিদ্যালয়ের মাঠে হাট, শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

নলকূপ খননে মিলল গ্যাস, মহল্লাজুড়ে হচ্ছে রান্না

১০

সেন্টমার্টিনে অসহায় জেলে পরিবারের পাশে তারেক রহমান

১১

বিএনপি ক্ষমতায় গেলে কৃষককে ন্যায্য মর্যাদা দেওয়া হবে: সালাউদ্দিন বাবু

১২

‘নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের বিষয়টি সঠিক নয়’

১৩

নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে ভারত

১৪

সুপ্রিম কোর্টের হাতে যাচ্ছে আইন মন্ত্রণালয়ের যেসব ক্ষমতা

১৫

থাইল্যান্ড পরীক্ষায় নামছে ঋতু-আফিদারা

১৬

রিশাদের ঝুলিতে দুই রেকর্ড

১৭

ভাইফোঁটায় ঘরে ঘরে ভ্রাতৃস্নেহের আনন্দ

১৮

হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: জয়

১৯

কক্সবাজারে অসুস্থ ঘোড়াদের চিকিৎসা দিয়েছে অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

২০
X