কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

পেশাগত দায়িত্ব পালনে যাওয়ার পথে সাংবাদিকের ওপর হামলা

আহত সাংবাদিক লুৎফর রহমান। ছবি : সংগৃহীত
আহত সাংবাদিক লুৎফর রহমান। ছবি : সংগৃহীত

রাজশাহীর তানোরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিবের এক মতবিনিময় সভায় প্রবেশ পথে বহিষ্কৃত বিএনপি নেতা ও তার অনুসারী যুবদল নেতার দ্বারা মারধরের শিকার হয়েছেন তিনি। এতে তিনি মারাত্মক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে তানোর উপজেলা পরিষদ সভাকক্ষের সামনে এ ঘটনা ঘটে।

আহত এ সাংবাদিকের নাম লুৎফর রহমান (৪০)। তিনি দৈনিক কালবেলা ও সোনার দেশ পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধি।

অভিযুক্ত বিএনপির বাহিষ্কৃত ওই নেতার নাম মিজানুর রহমান মিজান। তিনি রাজশাহী জেলা বিএনপির সদস্য ও তানোর উপজেলার সাধারণ সম্পাদক ছিলেন। অপর অভিযুক্তরা হলেন— তানোর সদরের বাসিন্দা ও তানোর পৌর বিএনপির সদস্য ইয়াসিন ঠিকাদার এবং গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে ও রাজশাহী জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তানোর উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঞার সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। তিনি আগে এ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছিলেন। তিনদিনের জন্য সরকারি সফরে রাজশাহীতে আসেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে তানোর মাদরাসাতুল ইসলাহিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে তানোর উপজেলা পরিষদ সভাকক্ষে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন। ওই সভাস্থলের সামনে হামলার শিকার হন সাংবাদিক লুৎফর রহমান।

আহত সাংবাদিক লুৎফর রহমান বলেন, বৃহস্পতিবার বিকেলে পেশাগত দায়িত্ব পালনের জন্য তানোর উপজেলা পরিষদ সভাকক্ষের সামনে উপস্থিত হই। এ সময় বহিষ্কৃত বিএনপি নেতা মিজানুর রহমান মিজান পূর্ব শত্রুতার জেরে আমাকে হুমকি ও ধাক্কা দেয়। পরে তার অনুসারী রবিউল ইসলাম কুসুম ও ইয়াসিন ঠিকাদার আমাকে কিলঘুষি মেরে বেধড়ক পেটায়। সেখানে প্রায় ১০ মিনিট ধরে তারা আমার ওপর নির্যাতন করে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত মিজানুর রহমান মিজানকে ফোন করা হলে, এমন ঘটনার সঙ্গে তিনি জড়িত ছিলেন না, বলতেও পারবেন না বলে এড়িয়ে গেছেন।

অপর অভিযুক্ত রবিউল ইসলাম কুসুম ও ইয়াসিন ঠিকাদারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাদের ফোন রিসিভ হয়নি।

এ নিয়ে নামপ্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তানোর বিএনপি দলের ভেতরে ও বাইরে ব্যাপাক সমালোচনা হচ্ছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এমন কর্মকাণ্ড যারা করছেন, দলে তাদের কোনো জায়গা নেই।

এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন কালবেলাকে বলেন, ঘটনাটি মোবাইলে সাংবাদিক লুৎফর রহমান অবগত করেছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলকূপ খননে মিলল গ্যাস, মহল্লাজুড়ে হচ্ছে রান্না

সেন্টমার্টিনে অসহায় জেলে পরিবারের পাশে তারেক রহমান

বিএনপি ক্ষমতায় গেলে কৃষককে ন্যায্য মর্যাদা দেওয়া হবে: সালাউদ্দিন বাবু

‘নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের বিষয়টি সঠিক নয়’

নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে ভারত

সুপ্রিম কোর্টের হাতে যাচ্ছে আইন মন্ত্রণালয়ের যেসব ক্ষমতা

থাইল্যান্ড পরীক্ষায় নামছে ঋতু-আফিদারা

রিশাদের ঝুলিতে দুই রেকর্ড

ভাইফোঁটায় ঘরে ঘরে ভ্রাতৃস্নেহের আনন্দ

হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: জয়

১০

কক্সবাজারে অসুস্থ ঘোড়াদের চিকিৎসা দিয়েছে অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

১১

অধিগ্রহণ হচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজের জমি

১২

পেশাগত দায়িত্ব পালনে যাওয়ার পথে সাংবাদিকের ওপর হামলা

১৩

বাংলামোটরে ৪৩তম বিসিএস নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীদের সড়ক অবরোধ

১৪

বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের সভা

১৫

বিএনপি-জামায়াতের অভিযোগ যেসব উপদেষ্টার নিয়ে

১৬

রাবি চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগে শাটডাউন, চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলন

১৭

ফের লঘুচাপের আভাস, বৃষ্টি নিয়ে নতুন বার্তা

১৮

‘নজরুলের সাহিত্যকে প্রচলিত মাপকাঠিতে বিচার করা যায় না’

১৯

ট্রেনের ইঞ্জিনে আগুন, চালকের সাহসিকতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

২০
X