গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল বাস স্ট্যান্ড এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় টঙ্গী কালীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আহতরা হলেন, টঙ্গীর ফকির মার্কেট এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে নূর নবী, রিপন হোসেনের ছেলে আব্দুস সালাম ও নূরুর ছেলে আবুল কালাম। অপর একজনের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ থেকে অটোরিকশায় চড়ে পাঁচজন নির্মাণ শ্রমিক টঙ্গী যাচ্ছিলেন। অটোরিকশাটি পূবাইলের সাইদ পাওয়ার ব্যাটারি কারখানার পরিত্যক্ত বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী ও হাসপাতালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দুর্ঘটনায় আহত নূর নবী জানান, নির্মাণ কাজ শেষ করে কালীগঞ্জ থেকে টঙ্গী যাচ্ছিলেন তারা। এসময় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় হতাহতের ঘটনা ঘটে।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জয়রাজ হোসেন জানান, জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের পুবাইল-গাছা জোনের সহকারী কমিশনার মাকসুদুর রহমান জানান, সন্ধ্যায় টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হন। এ ঘটনায় আহত অপর পাঁচজনকে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। অপর চারজন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মন্তব্য করুন