

খুলনার রূপসায় দুর্বৃত্তের গুলিতে সোহেল হাওলাদার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মৃত সোহেল ৩নং নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রূপসার মানিক সরদারের বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
রুপসা থানার ওসি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে। সোহেল হাওলাদার ওই এলাকার রুস্তম হাওলাদারের ছেলে।
জানা গেছে, সোহেলকে অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্তরা লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রূপসা থানার ওসি মাহফুজুর রহমান জানান, হত্যার ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ চলছে। পাশাপাশি ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন