

আহাম্মদ তায়েবুর রহমান হিরণসহ ২৪ নেতাকর্মীদের বহিষ্কার প্রত্যাহারের দাবিতে ধানক্ষেতে দাঁড়িয়ে ‘রিভিউ আবেদন’ করেছেন গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে গৌরীপুর পৌর শহরের পূর্ব দাপুনিয়ায় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি ছবি পোস্ট করেন জিয়া।
ক্যাপশনে তিনি লেখেন, ‘সংসদীয় আসন ১৪৭ ময়মনসিংহ-৩ গৌরীপুরে ২৪ জন নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারপূর্বক ধানের শীষের মনোনয়ন পরিবর্তন চাই। সাম্প্রতিক ঘটনাগুলোর নিরপেক্ষ দলীয় তদন্ত চাই।’
এ বিষয়ে জিয়া বলেন, ‘বিগত ১৭ বছর দলের আন্দোলন সংগ্রামে হিরণ ভাই দলকে নেতৃত্ব দিয়েছেন। তিনি মনোনয়ন না পাওয়ায় আমরা তার অনুসারীরা মনোনয়ন পরিবর্তন করে হিরণ ভাইকে মনোনয়ন দেওয়ার দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিলাম। কিন্তু হিরণ ভাইসহ ২৪ জনকে বহিষ্কার করা হয়। তাই মনোনয়ন পরিবর্তন ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন জানাতেই এই ছবি পোস্ট করেছি। আমি চাই, ময়মনসিংহ-৩ আসনের প্রার্থী তালিকা রিভিউ করা হোক।’
মন্তব্য করুন