পরশুরাম (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

গভীর রাতে বাড়িতে পুলিশ, প্রবাসী যুবকের মৃত্যু

প্রবাসী যুবক নূর হোসেন বাবু। ছবি : সংগৃহীত
প্রবাসী যুবক নূর হোসেন বাবু। ছবি : সংগৃহীত

পারিবারিক বিরোধের ঘটনার একটি মামলায় গভীর রাতে বাড়িতে পুলিশ দেখে গ্রেপ্তারের ভয়ে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নূর হোসেন বাবু নামের প্রবাসী যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রোববার (২৩ নভেম্বর) গভীর রাতে ফেনীর ফুলগাজী উপজেলা উত্তর শ্রীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

মৃত প্রবাসী যুবকের নাম নূর হোসেন বাবু (৪৫)। তিনি ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের মৃত মীর হোসেনের ছেলে। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলেন। গত ছয় মাস আগে তিনি দেশে আসেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে তার প্রতিবেশী শহিদের দায়ের করা মামলায় নূর হোসেন বাবুকে দুই নম্বর আসামি করা হয়। রোববার গভীর রাতে ফুলগাজী থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করতে তার বাড়িতে গিয়ে তার নাম ধরে ডাকাডাকি শুরু করেন। নূর হোসেন ঘুম থেকে উঠে দরজা খুলে পুলিশ দেখে ভয়ে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নূর হোসেনের বড় ছেলে নূর করিম রিমন অভিযোগ করে বলেন, প্রতিবেশীর দায়ের করা একটি মিথ্যা মামলায় বাবাকে আসামি করা হয়। পুলিশ গভীর রাতে তাকে গ্রেপ্তার করতে বাড়িতে এসে ডাকাডাকি শুরু করে। বাবা ঘুম থেকে উঠে দরজার সামনে পুলিশ দেখে ভয়ে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

ঘটনার পর অতিরিক্ত পুলিশ (ক্রাইম অ্যান্ড অপস) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলামসহ বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ বিষয় খোঁজখবর নেন।

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া কালবেলাকে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম কালবেলাকে বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রয়োজন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ এলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কে ঝরল বিএনপি নেতার প্রাণ

অতীত ভুলে শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার অঙ্গীকার নুরুদ্দিন অপুর

মেন্টরশিপ, তৃণমূল সংযোগ ও পারিবারিক বাধা : চ্যালেঞ্জের মুখে নারীর রাজনীতি

শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

দলের ক্ষুদ্র স্বার্থে উত্তেজনা সৃষ্টি করা উচিত নয় : রবিউল

চট্টগ্রামে বর্জ্য সংগ্রহে ধীরগতি, ক্ষেপলেন মেয়র

সিলেটে সাবেক মেয়র গ্রেপ্তার

৩ শতাধিক স্বেচ্ছা রক্তদাতা পেলেন কোয়ান্টামের সম্মাননা

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

শুটিং দলকে ভারত পাঠানোর ব্যাখাসহ সাংবাদিকদের অ্যাক্রিডিটেশনের বিষয়ে যা জানা গেল

১০

অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, শূন্যপদ ১৩৫৯৯

১১

তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা

১২

একুশে বইমেলা পেছানোর প্রতিবাদে প্রতীকী মেলা হবে যেদিন

১৩

স্বতন্ত্র প্রার্থীর ব্যতিক্রমী প্রচারণা, নজর কাড়ছে ‘জোকার’

১৪

এই আলো কি সেই মেয়েটিই

১৫

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন আইনুন পুতুল ও আফরান নিশো

১৬

বিচ্ছেদের ব্যথা ভুলতে কতটা সময় লাগে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৭

নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা’ চীন থেকে বুঝে পেল বিএসসি

১৮

মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি : তারেক রহমান

১৯

বিশ্বকাপের আগে পাকিস্তানের ‘হুংকার’

২০
X