পরশুরাম (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

গভীর রাতে বাড়িতে পুলিশ, প্রবাসী যুবকের মৃত্যু

প্রবাসী যুবক নূর হোসেন বাবু। ছবি : সংগৃহীত
প্রবাসী যুবক নূর হোসেন বাবু। ছবি : সংগৃহীত

পারিবারিক বিরোধের ঘটনার একটি মামলায় গভীর রাতে বাড়িতে পুলিশ দেখে গ্রেপ্তারের ভয়ে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নূর হোসেন বাবু নামের প্রবাসী যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রোববার (২৩ নভেম্বর) গভীর রাতে ফেনীর ফুলগাজী উপজেলা উত্তর শ্রীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

মৃত প্রবাসী যুবকের নাম নূর হোসেন বাবু (৪৫)। তিনি ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের মৃত মীর হোসেনের ছেলে। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলেন। গত ছয় মাস আগে তিনি দেশে আসেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে তার প্রতিবেশী শহিদের দায়ের করা মামলায় নূর হোসেন বাবুকে দুই নম্বর আসামি করা হয়। রোববার গভীর রাতে ফুলগাজী থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করতে তার বাড়িতে গিয়ে তার নাম ধরে ডাকাডাকি শুরু করেন। নূর হোসেন ঘুম থেকে উঠে দরজা খুলে পুলিশ দেখে ভয়ে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নূর হোসেনের বড় ছেলে নূর করিম রিমন অভিযোগ করে বলেন, প্রতিবেশীর দায়ের করা একটি মিথ্যা মামলায় বাবাকে আসামি করা হয়। পুলিশ গভীর রাতে তাকে গ্রেপ্তার করতে বাড়িতে এসে ডাকাডাকি শুরু করে। বাবা ঘুম থেকে উঠে দরজার সামনে পুলিশ দেখে ভয়ে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

ঘটনার পর অতিরিক্ত পুলিশ (ক্রাইম অ্যান্ড অপস) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলামসহ বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ বিষয় খোঁজখবর নেন।

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া কালবেলাকে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম কালবেলাকে বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রয়োজন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ এলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক নেতাকে ‘সুখবর’ দিল বিএনপি

এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্টস ফোরামে সভাপতিত্ব করেন ড. মো. সবুর খান

উচ্ছেদ আশঙ্কায় ৪০০ পরিবার, আশ্রয় রক্ষার দাবি স্থানীয়দের

বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদে টিএসসিতে ‘বাউল সন্ধ্যা’

ব্যাংক বন্ধে গ্রাহক তাৎক্ষণিক যত টাকা পাবেন

আমলাতান্ত্রিকতার কারণে শিক্ষকরা অনাহারে জীবন-যাপন করছেন : রিজভী

কখনও এক, কখনও তিন ম্যাচ: এমএলএস প্লে-অফের বিভ্রান্তিকর নিয়মের ব্যাখ্যা

থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা

সড়কে লবণ ফেলে, কাফনের কাপড় পরে চাষিদের প্রতিবাদ

হত্যা মামলায় ২ ভাইয়ের ফাঁসি

১০

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

১১

বিডিআর বিদ্রোহ মামলায় মুক্তি পেলেন ৩৫ জন

১২

রান্না শিক্ষার কোর্সে ভিড়, সুযোগ পেতে বসতে হলো পরীক্ষায়

১৩

মাইকেয়ার হেলথ হাসপাতালে মিনিমাল ইনভেসিভ সার্জারির অত্যাধুনিক মেশিন উদ্বোধন

১৪

আবারও কি ব্যালন ডি’অরের দৌড়ে মেসি?

১৫

নেতানিয়াহুকে থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর পদক্ষেপের আহ্বান এরদোয়ানের

১৬

ছবি আসল নাকি এআই দিয়ে তৈরি, মুহূর্তেই জানবেন যেভাবে 

১৭

ট্রাকচাপায় সড়কেই প্রাণ গেল বাবা-মেয়ের

১৮

মুফতি মামুনুর রশিদ কাসেমীর জামিন নামঞ্জুর

১৯

আইনগত ও সাংবিধানিক প্রতিষ্ঠান সুপরিকল্পিত রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে : প্রধান বিচারপতি

২০
X