বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ফকিরহাটে সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না ডিম, আলু ও পেঁয়াজ

বাগেরহাটের ফকিরহাট বাজারের একটি দোকানে পেঁয়াজ বিক্রির জন্য রাখা হয়েছে। ছবি : কালবেলা
বাগেরহাটের ফকিরহাট বাজারের একটি দোকানে পেঁয়াজ বিক্রির জন্য রাখা হয়েছে। ছবি : কালবেলা

বাগেরহাটের ফকিরহাট বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দরে ডিম, আলু ও পেঁয়াজ বিক্রি হচ্ছে। এখানকার অধিকাংশ দোকানে মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না। ফলে বিক্রেতারা নিজেদের ইচ্ছেমতো দাম চাচ্ছেন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্রেতারা।

বাজার নিয়ন্ত্রণে প্রথমবারের মতো তিনটি কৃষিপণ্যের দাম বেঁধে দেয় সরকার। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিম, আলু ও দেশি পেঁয়াজ বেঁধে দেওয়া দাম অনুযায়ী বিক্রি করতে হবে। এখন থেকে প্রতিটি ফার্মের ডিম ১২ টাকা, আলু খুচরা পর্যায়ে ৩৫-৩৬ টাকা (হিমাগার পর্যায়ে ২৬-২৭) এবং দেশি পেঁয়াজের দাম হবে ৬৪-৬৫ টাকা। কিন্তু ফকিরহাটের বিভিন্ন বাজার ঘুরে এর বাস্তবায়ন দেখা যায়নি।

সরেজমিনে দেখা যায়, উপজেলা সদরের প্রধান বাজারের রোজাউল স্টোর, সজল স্টোর, রহমান স্টোর, আসফাক হাওলাদারসহ বিভিন্ন দোকানে ভারতীয় এলসি পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকা, দেশি পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকা, আলু ৫০ টাকা, ডিম ৫২ টাকা হালিতে বিক্রি হচ্ছে।

আলু ও পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী সততা বাণিজ্য ভান্ডারের স্বত্বাধিকারী সাদেক মেম্বার বলেন, ‘রোববার সকালে খুলনার পাইকারি আড়ত থেকে আমরা বেশি দামে আলু, পেঁয়াজ কিনেছি। এরপর গাড়ি ভাড়া ও শ্রমিক খরচ দিয়ে ফকিরহাটে সে পণ্য সরকারি মূল্যে বিক্রি করা সম্ভব নয়।’ বাজারের মোহাম্মদ শেখ নামের এক পাইকারি ব্যবসায়ীও এ দাবি করেন।

ফকিরহাট বাজারের ক্রেতা আরিফুর রহমান, জসিম শেখ, হারিহর দাস ক্ষোভ প্রকাশ করে বলেন, কম বেতনে চাকরি করি। বর্তমান বাজারে যে পরিস্থিতি তাতে সংসারের চাহিদা মেটাতে বেতনের পাশাপাশি সঞ্চয় ভেঙে খরচ করতে হচ্ছে।

ফকিরহাট বণিক সমিতির সভাপতি শেখ সিরাজুল ইসলাম বলেন, ‘উপজেলা বা জেলা প্রশাসনের কাছ থেকে আমরা কোনো নির্দেশনা পাইনি। প্রশাসনের মনিটরিং থাকলে অসাধু ব্যবসায়ীরা সুযোগ পেত না। আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই।’

ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শোভন সরকার বলেন, ‘বাজার মনিটরিং করা হচ্ছে। আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে জেলার ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করাসহ দোকানে মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয়কৃত পণ্যের রশিদ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা লোকবল সংকটে ফকিরহাট যেতে না পারলেও বাগেরহাট এবং এর আশেপাশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছিনতাইকারীদের কবলে বিচারক, খোয়ালেন মোবাইল-চশমা

চট্টগ্রামের বাঁশখালীতে ছোট কাজে বড় অনিয়ম

লালদিয়া-পানগাঁও টার্মিনাল / ১০ বছরের করমুক্ত সুবিধা পাবে দুই বিদেশি কোম্পানি

রামপুরায় বাসে আগুন

যুবদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

এবার ‘রাজসাক্ষী’ হয়ে আরেক পুলিশ সদস্যের জবানবন্দি

দুই ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌবহর কর্মসূচি

সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ

১০

ইতালি নেওয়ার লোভ দেখিয়ে লিবিয়ায় নিয়ে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা

১১

জানা গেল বিপিএল নিলামের নতুন তারিখ

১২

রোজা শুরু হতে আর কত দিন বাকি? জেনে নিন

১৩

ঝিনাইদহ আইনজীবী সমিতি / বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ

১৪

আবারও বিপিএল নিলাম নিয়ে অনিশ্চয়তা

১৫

মুক্তিযোদ্ধার মরদেহ নিয়ে দেড় ঘণ্টা অপেক্ষা, ক্ষুব্ধ পরিবার

১৬

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল ভারত

১৭

ইন্ডিয়ার কাছে প্রত্যাশা শেখ হাসিনাকে ফেরত দেবে : দুলু

১৮

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩

১৯

ঘুষ না দেওয়ায় প্রথম হয়েও চাকরিবঞ্চিত যুবকের মামলা, অতঃপর...

২০
X