রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

কমিশন নির্বাচনের দৃশ্যমান পদক্ষেপে ঢুকতে পারেনি : দেবপ্রিয় ভট্টাচার্য

রংপুরে প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভায় বক্তব্য দেন দেবপ্রিয় ভট্টাচার্য। ছবি : কালবেলা
রংপুরে প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভায় বক্তব্য দেন দেবপ্রিয় ভট্টাচার্য। ছবি : কালবেলা

দেশের মানুষ নির্বাচন চাইলেও আস্থার ঘাটতি রয়েছে এবং নির্বাচন কমিশন দৃশ্যমান কোনো পদক্ষেপের ভেতরে ঢুকতে পারেনি বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ফেলো ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য।

শনিবার (২৯ নভেম্বর) রংপুর নগরীর আরডিআরএস মিলনায়তনে ‘এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম’ আয়োজিত প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভায় তিনি এ কথা বলেন।

নির্বাচন সামনে রেখে সাধারণ মানুষের প্রত্যাশা ও দাবিগুলো তুলে ধরতে এ নাগরিক সংলাপের আয়োজন করা হয়। এতে সভাপতির বক্তব্যে প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের ব্যাপারে আগ্রহী হয়ে আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। পেশাজীবী, বিনিয়োগকারী, ব্যবসায়ী গোষ্ঠী, প্রবাসী ও বিদেশিরা নির্বাচন চায়। আমলাতন্ত্রের ভেতরে যে অস্বস্তি, সেটা কাটানোর জন্য তারা নির্বাচন চায়। পুলিশও বলে আমাদের শুধু জামা-কাপড় দিলে হবে না, নির্বাচন দরকার। সেনাবাহিনী ও মূল মূল রাজনৈতিক দল নির্বাচন চায়।

তিনি বলেন, যারা নির্বাচন নিয়ে একটু গাইগুঁই করছে, তারা আসলে দরকষাকষি করছে। নির্বাচনের দিকে আগালেও মানুষের মধ্যে আস্থার ঘাটতি রয়ে গেছে। নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে তারা আস্থা পাচ্ছে না। মানুষ একটা বৈপরীত্যের মধ্যে অবস্থান করছে; একদিকে প্রত্যাশা, অন্যদিকে আস্থার অভাব।

নির্বাচন কমিশনের পদক্ষেপ প্রসঙ্গে দেবপ্রিয় বলেন, এখন পর্যন্ত নির্বাচন কমিশন দৃশ্যমান কোনো পদক্ষেপের ভেতরে ঢুকতে পারেনি। এই পরিস্থিতিটা আগামী কয়েক দিনের মধ্যে কীভাবে কাটবে, সেটি এখন দেখার বিষয়। তিনি বলেন, যে প্রক্রিয়ার ভেতর দিয়ে আমরা একটা ইশতেহারের দিকে এগোব, এটা এক দিনের ব্যাপার নয়। এটা অনেক ‘সিরিয়াসলি’ নিয়ে প্রতিশ্রুতি হিসেবে নাগরিকদের প্রত্যাশা ও রাজনীতিবিদদের প্রতিশ্রুতিকে আমরা একটা বন্ধনের মধ্যে আনতে চাচ্ছি। যাতে তাদের মধ্যে জবাবদিহির প্রক্রিয়া অব্যাহত থাকে।

বেলা ১১টার দিকে অনুষ্ঠান শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এতে ‘নির্বাচিত-পরবর্তী সরকারের কাছে কী প্রত্যাশা’ এবং ‘সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের কাছে কী প্রত্যাশা’ শিরোনামে মুক্ত আলোচনা হয়। অনুষ্ঠানে রাজনীতিবিদ, আইনজীবী, উন্নয়নকর্মী, শিক্ষক, সাংবাদিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, হিজড়া সম্প্রদায়ের প্রতিনিধি, কৃষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রংপুর জেলা সভাপতি ফখরুল আনাম বেনজু, সিপিবির মহানগর কমিটির সাধারণ সম্পাদক রাতুজ্জামান রাতুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ, গণধিকার পরিষদের প্রতিনিধি জয়নাল আবেদিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ, উদ্বেগ বিশেষজ্ঞদের

শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের

বেকার ভাতা নয়, আমরা কাজ দেব : জামায়াত আমির

নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি প্রকাশ বিসিবির 

ভারতের সঙ্গে ‘সবচেয়ে বড় চুক্তি’ করছে ইইউ

পাকিস্তানি তরুণীর রূপে মুগ্ধ ভারতীয় অফিসার, ভিডিও ভাইরাল

প্রতিদিনের যেসব অভ্যাস ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে তোলে

কান্নার ভান করতে গিয়ে হেসে ফেললেন নববধূ

ভিসামুক্ত সুবিধা চালু করল ব্রাজিল

ক্লিনিকাল ট্রায়ালে প্রোবায়োটিক ‘কারকুমা বায়োকমফোর্ট’র ইতিবাচক সাড়া

১০

তীব্র শীতে বিপর্যস্ত সিরীয় উদ্বাস্তুদের জীবন

১১

সৌদি আরবে কার্যকর হচ্ছে নতুন নিয়ম, প্রবাসীদের জন্য সুখবর

১২

যে কোনো হামলাকে ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে দেখবে ইরান

১৩

জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিল : মির্জা ফখরুল 

১৪

‘ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল’

১৫

বিয়ে ও প্রার্থনা অনুষ্ঠানে হামলা, নিহত ২৭

১৬

৩০ বছর ধরে হাওয়াই মিঠাইয়ে জীবন ছামাদের 

১৭

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

১৮

কোস্টারিকা-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন

১৯

ভারতে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ আটক ২১

২০
X