আওয়ামী লীগ চুয়াত্তরের মতো দেশে আবারও কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা বিএনপিদলীয় কার্যালয়ের সামনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, সরকারের পদত্যাগ ও পার্লামেন্ট ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে করা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জনগণ বলছে নিত্যপণ্যের দাম বাড়ছে। সরকারের বাণিজ্যমন্ত্রী বলছে, সিন্ডিকেট নিত্যপণ্যের দাম বৃদ্ধি করছে। জনগণ সিন্ডিকেট ভেঙে দিতে বললে মন্ত্রীরা সিন্ডিকেট ছাড়া অর্থনীতি অচল হয়ে যাবে বলে বলছেন। সরকার চায় সিন্ডিকেট থাকুক। চুরি বাটপারি ছাড়া এই সরকারের মন্ত্রীরা ক্ষমতায় টিকে থাকতে পারবে না। ১৯৭৪ সালেও দেশে এমন সিন্ডিকেট সৃষ্টি করে দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছিল। এ অবস্থা চলতে দেওয়া যাবে না। আমরা কঠোর আন্দোলনের মাধ্যমে এই লুটেরা সরকারকে জনগণকে সঙ্গে নিয়ে বিদায় করবই।
তিনি আরও বলেন, সরকারের মন্ত্রীরা বলে বিএনপিকে ক্ষমতা দেওয়া যাবে না। ক্ষমতা কাকে দেওয়া হবে তা নির্ধারণ করবে জনগণ। জনগণের ওপর আস্থা থাকলে ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। জনগণ যাদের নির্বাচিত করবে আমরা মেনে নেব। তিনি এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। আরও উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের সম্ভাব্য প্রার্থী ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে অমিসহ বিএনপি ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন