লাকসাম-চাঁদপুর রেললাইনে ট্রেনে কাটা পড়ে হুমায়ুন আহমেদ (৭০) নামে বিজিবির এক সাবেক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লার লাকসাম উপজেলার কান্দিরপাড়ে এ ঘটনা ঘটে।
লাকসাম রেলওয়ে থানার ওসি মাসুদ আলম জানান, কান্দিরপাড় এলাকায় রেললাইনের পাশে একটি দোকানে চা খেয়ে সাবেক বিজিবির কর্মকর্তা হুমায়ুন রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। বিকেল ৪টার সময় চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরীকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
জানা গেছে, নিহত হুমায়ুন আহমেদ লাকসাম পৌরসভার ফতেহপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।
স্থানীয় লোকজন জানায়, নিহত হুমায়ুন আহমেদ রেললাইনের পাশে থাকা দোকানে বসে চা খেয়ে নিজ গ্রামের দিকে যাওয়ার সময় চাঁদপুর থেকে আসা ট্রেনের নিচে কাটা পড়েন।
লাকসাম রেলওয়ে থানার ওসি মাসুদ আলম আরও বলেন, ঘটনাস্থলটি চাঁদপুর রেলওয়ে থানার অধীনে থাকায় তারাই পরবর্তী আইনিব্যবস্থা নেবে।
মন্তব্য করুন