কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

‘স্ত্রীর মর্যাদা’ চেয়ে নারীর সড়কে অবস্থান, সেই ইউএনও বদলি

জয়পুরহাটের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
জয়পুরহাটের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলামকে স্বামী দাবি করে ‘স্ত্রীর মর্যাদা’ চেয়ে সড়কে অবস্থান নেন এক নারী। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে আক্কেলপুরের প্রধান সড়কে এ ঘটনা ঘটে। এরপর বৃহস্পতিবারই (২৮ সেপ্টেম্বর) আরিফুলকে প্রত্যাহার করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে তাকে বদলি করা হয়েছে।

আক্কেলপুরের ইউএনও পদে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মনজুরুল আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়। জয়পুরহাটের জেলা প্রশাসক (ডিসি) সালেহীন তানভীর গাজীও বিষয়টিও নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার বিকেলে দিনাজপুর শহরের বাসিন্দা ও সেখানকার একটি কলেজের শিক্ষিকা দেড় বছর বয়সী এক পুত্রসন্তান ও স্বজনদের সঙ্গে নিয়ে উপজেলা পরিষদে আসেন। তিনি আরিফুল ইসলামের কক্ষে যেতে চাইলে ইউএনওর নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা বাধা দেন। তখন ওই নারী চিৎকার করতে করতে উপজেলা পরিষদের সামনের সড়কে এসে সন্তান কোলে নিয়ে বসে পড়েন।

ওই নারী বলেন, ‘আরিফুল আমার দ্বিতীয় স্বামী। কোলে থাকা শিশুটি আরিফুলের ছেলে। পাঁচ থেকে ছয় দিন আগে তিনি আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। তাই এখানে এসেছি। আমি স্ত্রীর মর্যাদা চাই।’

এ ঘটনার পর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আকন্দ এসে ওই শিক্ষিকাকে তার কার্যালয়ে নিয়ে যান। সেখানে প্রায় দুই ঘণ্টা দেনদরবারের পর সন্ধ্যা ৬টার দিকে ওই নারী উপজেলা সহকারী কমিশনার ফিরোজ হোসেনের সঙ্গে বাইরে আসেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আকন্দ বলেন, ‘ঘটনার পর ওই শিক্ষিকাকে আমার কার্যালয়ে ডেকে এনে বিস্তারিত শুনেছি। ইউএনও আমাদের কাছে তালাকনামার ফটোকপি দেন। গত ২৪ সেপ্টেম্বর ইউএনও আরিফুল ইসলাম তার স্ত্রীকে তালাক দিয়েছেন। যেহেতু তালাক হয়েছে, আবার ইউএনওর প্রথম স্ত্রীও আছেন, এ কারণে কোনো সমাধান করা যায়নি।’

এ বিষয়ে মো. আরিফুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের বলেন, তাকে ব্ল্যাকমেইল করে ট্র্যাপে ফেলে বিয়ে করানো হয়েছিল। তিনি ওই নারীকে তালাক দিয়েছেন। পরিকল্পিতভাবে তার সম্মানহানি করা হয়েছে বলে দাবি করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ইস্যুতে এবার মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি

জামায়াতের যে বক্তব্যকে অহংকারের নমুনা বললেন বিএনপি নেতা

গাভিন গরু জবাই করে মাংস নিয়ে গেল দুর্বৃত্তরা

ল্যাবএইড ক্যানসার হাসপাতালে চাকরির সুযোগ

আরব আমিরাতে ওয়ার্ক পারমিট বিষয়ে নতুন নির্দেশনা

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে বড় নিয়োগ

ম্যানেজার পদে চাকরি দিচ্ছে আকিজ বশির গ্রুপ

মিষ্টি ও জাঙ্কফুডের লোভ কমানোর ১১ সহজ উপায়

বিশ্বকাপের ‘টিকিট’ কেটে প্রথম প্রতিক্রিয়ায় যা জানাল স্কটল্যান্ড

ইরানে হামলার প্রস্তুতির শেষ ধাপে যুক্তরাষ্ট্র

১০

ইসরায়েলে গেলেন ট্রাম্পের প্রতিনিধি, গাজা ইস্যুতে বৈঠক

১১

প্রবল বাতাসে গ্রিনল্যান্ডে বিদ্যুৎ বিপর্যয়

১২

ফেনীতে তারেক রহমানের সমাবেশে জনস্রোত, স্লোগানে উত্তাল সমাবেশস্থল

১৩

১০১ বছর বয়সে রাত জাগা, জাঙ্ক ফুডের অভ্যাসেও সুস্থ তিনি

১৪

ডাকসু প্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

১৫

ঢাবিতে চাঁদাবাজি-উচ্ছেদের অভিযোগ, তদন্ত কমিটি গঠন 

১৬

গুলিসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

১৭

বিএনপির ৩ নেতা  বহিষ্কার

১৮

জামায়াতকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এলডিপির প্রার্থী

১৯

কালাই বড়িতেই ঘুরছে অর্থের চাকা, বদলাচ্ছে শত কারিগরের জীবন

২০
X