চলতি অক্টোবর মাসেই আওয়ামী লীগ সরকারকে বিদায় করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মো. মিজানুর রহমান মিনু। রোববার (১ অক্টোবর) বিকেলে রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের মুক্তি ও ‘ফরমায়েশি’ রায়ের প্রতিবাদে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
মিনু বলেন, ‘এই অক্টোবরেই অবৈধ সরকারকে বাংলাদেশের মানুষ বিদায় করে দেবে। এ মাসেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে। এই মাসেই আমার ভাই আবু সাঈদ চাঁদসহ রাজবন্দিরা বীরের বেশে জেল থেকে বের হয়ে আসবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে পিছঢালা রাজপথেই আল্লাহ যেন আমাকে শহীদ করেন। আমরা জীবন দেব।’
তিনি আরো বলেন, ‘বিশ্বের সবচেয়ে দুর্নীতিবাজ, ভোট চোর সরকার দেশের ১৮ কোটি মানুষকে নিঃস্ব করে দিয়েছে। আজ তাদের মুখ বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে কটূক্তি করে মিনু বলেন, ‘কাদেরকে আওয়ামী লীগ তাদের ক্যাপ্টেন বানিয়েছে। আমি বলব, তিনি আওয়ামী লীগের জন্য একটা কলঙ্ক। সারা বাংলাদেশে তিনি হাসির পাত্রে পরিণত হয়েছেন।’
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম মার্শালের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত খালেক, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুনুর রশিদ, জেলার সদস্য সচিব বিশ্বনাথ সরকার প্রমুখ। পরে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে মহানগরীর প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে।
মন্তব্য করুন