ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যুতের তার ‘নিরাপদ’ করতে সড়কের ৪৫ তালগাছ ন্যাড়া

জয়পুরহাটের ক্ষেতলালে নিশ্চিন্তা-পাঠানপাড়া সড়কের তালগাছের মাথা কেটে ফেলা হয়েছে। ছবি : কালবেলা
জয়পুরহাটের ক্ষেতলালে নিশ্চিন্তা-পাঠানপাড়া সড়কের তালগাছের মাথা কেটে ফেলা হয়েছে। ছবি : কালবেলা

জয়পুরহাটের ক্ষেতলালে নিশ্চিন্তা-পাঠানপাড়া সড়কের পাশের ৪৫টি তালগাছের মাথা কেটে ফেলেছে পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন। বিদ্যুৎ উপকেন্দ্রের সঞ্চালন লাইন ‘নিরাপদ’ করতে গিয়ে এ কাণ্ড করা হয়েছে। এদিকে নির্বিচারে এসব গাছের মাথা কেটে ফেলার প্রতিবাদে স্বেচ্ছাসেবী সংগঠন উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে শতাধিক স্বেচ্ছাসেবী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সোমবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নিশ্চিন্তা-পাঠানপাড়া সড়কে মানববন্ধনটি করা হয়।

এ সময় সেচ্ছাসেবীরা জানান, বেশ কিছুদিন জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় উপজেলার গণমঙ্গল বাজার বিদ্যুৎ উপকেন্দ্রের সঞ্চালন লাইনের নিচের বা পাশের ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা পরিষ্কারের কাজ চলছিল। সোমবার সকাল থেকে গণমঙ্গল বাজার বিদ্যুৎ উপকেন্দ্র থেকে পাঠানপাড়া বাজার রাস্তার পশ্চিম পাশের সঞ্চালন লাইন পরিষ্কার করতে গিয়ে ঝুঁকিপূর্ণ নয় অথচ পরিবেশবান্ধব ও বজ্রপাত নিরোধক তালগাছের ডালসহ মাথা কেটে ফেলেছে, যা অন্যায় এবং পরিবেশের অন্য হুমকিস্বরূপ। এই ব্যাপারে প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ না থাকায় তারা মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের কাছে বিষয়টি তুলে ধরেছেন।

স্থানীয়রা জানান, তালগাছগুলো ১০-১২ বছর আগে রোপণ করা হয়েছিল। বিদ্যুতের লাইন টানা হয়েছে ২-৩ বছর আগে। তালগাছ বজ্রনিরোধক ও পরিবেশবান্ধব। অথচ পল্লী বিদ্যুতের লোকজন সোমবার বেলা ১১টার দিকে এসে ডাল কাটার নামে গাছের মাথা কেটে ফেলে।

শুভ সংঘের সভাপতি এম রাসেল আহমেদ বলেন, ‘আমরা পরিবেশ রক্ষায় দীর্ঘদিন ধরে তাল বীজসহ পরিবেশবান্ধব বিভিন্ন ধরনের গাছ রোপণ করে চলেছি এবং এসবের পরিচর্যায়েও কাজ করছি। কিন্তু কিছু অসচেতন মানুষ এসবের মূল্য না বুঝে বৃক্ষনিধন করছে। এই বিদ্যুতের খাম্বাগুলো পোঁতার সময় আমরা প্রতিবাদ করেছিলাম। যাতে গাছের ওপর দিয়ে লাইন না টেনে গাছ থেকে একটু দূরে পোঁতা হয়। কিন্তু তারা আমাদের কথা শোনেনি। আজও গাছগুলোর মাথা কাটার সময় আমরা বাধা দিয়েছি কিন্তু তারা শোনেনি।’

উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান বলেন, ‘তারা বিদ্যুতের সঞ্চালন লাইনের আশপাশ পরিষ্কারের নামে ঝুঁকিপূর্ণ নয় এমন শত শত বৃক্ষ নিধন করছে। সরকার সামাজিক বনায়ন বৃদ্ধিকল্পে কোটি কোটি টাকা খরচ করে রাস্তাঘাট, বাঁধে বৃক্ষ রোপণ করছে। জনগণকে উৎসাহিত করতে বিনামূল্যে গাছ বিতরণ করছে। অথচ কতিপয় অসচেতন লোকজন নির্বিচারে বৃক্ষ নিধন করছে। আমরা এই মানববন্ধনের মাধ্যমে পরিবেশ রক্ষায় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং এমন কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

এ বিষয়ে গণমঙ্গল বিদ্যুৎ উপকেন্দ্রের লাইন টেকনিশিয়াল শাহাদত হোসেন বলেন, ‘তালগাছগুলো সরবরাহ লাইনের নিচে পড়েছে। তালগাছে বজ্রপাত হয়। এতে সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সরবরাহ লাইনের ১০ ফুটের মধ্যে থাকা গাছের ডালপালা কাটতে বলা হয়েছিল। লোকজন না বুঝে কয়েকটি তালগাছের মাথা কেটে দিয়েছেন। এ ঘটনায় লোকজনকে বকা দিয়েছি। পরবর্তীতে আমরা আরও সাবধানী হব।’

পল্লী বিদ্যুৎ সমিতির ক্ষেতলাল সাব জোনাল কার্যালয়ের এজিএম নাজিম হোসাইন বলেন, ‘বিদ্যুৎ সরবরাহ লাইনের ক্ষতি করে, এমন গাছের ডালপালা কাটা হয়। কোনো গাছের মাথা ন্যাড়া করা হয় না। নিশ্চিন্তা-পাঠানপাড়া সড়কে তালগাছের মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনাটি জানি না। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ইলিশ ১০ হাজার টাকা

ভাতের হোটেলের পাওনা চাওয়ায় গুলি

ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করা যাবে না : সেলিমুজ্জামান

‘জনগণের অধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে কাজ করছে বিএনপি’

নিউইয়র্কের প্রবাসীদের এনআইডি কার্যক্রমের উদ্বোধন

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ফের জামায়াতের সমালোচনা করলেন হেফাজত আমির

জবি ক্যাম্পাসে ছাত্রদল নেতা হাসিবুলের প্রথম জানাজা সম্পন্ন

গণতন্ত্রে উত্তরণে বিশ্বের সমর্থন পাওয়া গেছে : মির্জা ফখরুল

আমরা পা ছেড়ে মাথার রগে ফোকাস করছি, মজার ছলে সর্ব মিত্র

১০

নাটকীয় ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়

১১

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

১২

হঠাৎ খিঁচুনিতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

১৩

আবারও ইনজুরিতে ইয়ামাল

১৪

ঈদগাহের নামকরণ নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষ

১৫

খুলনায় ছেলের হাতে বাবা খুন

১৬

চাকসু নির্বাচন / ১৫ সেকেন্ডে দিতে হবে ১ ভোট

১৭

‘ভোটের অধিকার না থাকায় শ্রমজীবীরা বেশি অমর্যাদার শিকার’

১৮

এক গ্রামে ১১ জনের শরীরে মিলল অ্যানথ্রাক্সের উপসর্গ

১৯

থানায় জিডি করলেন সালাউদ্দিন টুকু

২০
X