নরসিংদীতে নাশকতার মামলায় শহর জামায়াতের আমির ও ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদকসহ ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ অক্টোবর) দিনব্যাপী শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (৪ অক্টোবর) ৫ দিনের রিমান্ড আবেদনসহ তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
নরসিংদী সদর থানার ওসি মো. আবুল কাশেম ভূইয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
নরসিংদী সদর থানার ওসি মো. আবুল কাশেম ভূইয়া জানান, গত ২৯ সেপ্টেম্বর নাশাকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করেন। যার পরিপ্রেক্ষিতে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট নাশকতার সাথে জড়িত থাকার প্রমাণও পাওয়া গেছে। এদের মধ্যে নাশকতামূলক কর্মকাণ্ড চালানো, নেতৃত্ব দেওয়া ও অর্থ যোগানদাতাও রয়েছে।
তিনি বলেন, অধিকতর তদন্তের স্বার্থে আসামিদেরকে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বুধবার সকাল ১১ টার আদালতে প্রেরণ করা হয়েছে। আমরা অন্যান্য নাশকতাকারীদেরকেও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছি।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহীদুল ইসলাম সোহাগ, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশের ভূইয়াসহ অন্যান্য পুলিশ সদস্যরা নরসিংদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নরসিংদী শহর শাখার আমীর আজিজুর রহমান (৪৫), শহর শাখা শিবিরের সাবেক সাধারণ সম্পাদক ও যুব জামায়াতের মেসেঞ্জার গ্রুপের এডমিন নাসির আহমেদ রিগান (৩০), জেলা কর্মপরিষদ সদস্য ও ব্যবসায়ী আমজাদ হোসেন (৫২), জেলা জামায়াতের সদস্য মোস্তাফা মিয়া (৪৭) এবং নরসিংদী বাইতুস সালামের মাদ্রাসার শিক্ষক ও শহর জামায়ের সদস্য হাবিব হাসান (৩৫)।
মন্তব্য করুন