বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

কোটি টাকা নিয়ে লাপাত্তা প্রজাপতি

আমতলীতে প্রজাপতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির অফিসের সামনে বিক্ষোভ করেন গ্রাহকরা। ছবি : কালবেলা
আমতলীতে প্রজাপতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির অফিসের সামনে বিক্ষোভ করেন গ্রাহকরা। ছবি : কালবেলা

বরিশালের আমতলী উপজেলার শতাধিক গ্রাহকের কোটি টাকা নিয়ে প্রজাপতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামে এক এনজিওর কর্মকর্তা ও কর্মচারীরা লাপাত্তা। বৃহস্পতিবার (৫ অক্টোবর) খবর পেয়ে শত শত গ্রাহক অফিসের সামনে ভিড় করেন। একপর্যায়ে তারা টাকা ফিরে পেতে বিক্ষোভ শুরু করেন।

প্রজাপতি এনজিওর নির্বাহী পরিচালক আবু ছালেহর বাড়ি তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের গেণ্ডামারা গ্রামে। গত জুন মাসে তিনি আমতলী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সেলিম রেজা টিটুর বাড়ি ভাড়া নিয়ে সমিতির কার্যক্রম শুরু করেন। এরপর তিনজন মাঠকর্মী নিয়োগ দিয়ে হলদিয়া, চাওড়া, আমতলী সদর, পৌরসভা ও কুকুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে কয়েকশ সদস্য সংগ্রহ করেন। সদস্যদের সহজ শর্তে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় কোটি টাকা আদায় করেন।

বৃহস্পতিবার দুপুরের পর সদস্যদের ঋণ নেওয়ার জন্য অফিসে আসতে বলেন। বিভিন্ন এলাকা থেকে সদস্যরা অফিসে এসে অপেক্ষা করতে থাকেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও নির্বাহী পরিচালকসহ কর্মীদের খোঁজ না পেয়ে তাদের ফোনে কল দিলে বন্ধ পান। এ খবর ছড়িয়ে পড়লে রাতেই শত শত গ্রাহক অফিসের সামনে ভিড় করেন। এনজিওটি ভুয়া বুঝতে পেরে অনেকে কান্নায় ভেঙে পড়েন। একপর্যায়ে তারা টাকা ফেরত পাওয়ার দাবিতে বিক্ষোভ করেন। অফিসের বাড়িওয়ালা সেলিম রেজা টিটু স্থানীয়দের সহায়তায় মাহফুজা বেগম নামে এক মাঠকর্মী এবং নির্বাহী পরিচালকের বাবা আবু বক্কর তালুকদারকে তালতলীর গেণ্ডামারা গ্রাম থেকে ধরে এনে আটকে রাখেন। আবু ছালেহকে ধরিয়ে দেওয়ার শর্তে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

কথা হলে মাহফুজা বেগম বলেন, এক মাস আগে চাকরি পেয়েছি। টাকা আত্মসাতের বিষয়ে কিছুই জানি না। আবু ছালেহর বাবা আবু বক্কর তালুকদার বলেন, ছেলের সঙ্গে ১৫ বছর ধরে আমার কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে আমি কিছুই জানি না।

কুকুয়া ইউনিয়নের মহিষকাটা গ্রামের শাহ আলম মাস্টার বলেন, আমার ‘শুকতারা পুরুষ’ সমিতিকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে ৯৫ হাজার টাকা নেন আবু সালেহ। বৃহস্পতিবার ঋণ দেওয়ার কথা ছিল। একইভাবে ৮ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে আমতলী সদর ইউনিয়নের মহিষডাগা গ্রামের লায়লা বেগমের কাছ থেকে ৮০ হাজার টাকা নেওয়া হয়েছে।

এ ছাড়া পৌরসভা ও হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলাসহ বিভিন্ন গ্রামে দুই শতাধিক সমিতি গঠন করে চার-পাঁচ শতাধিক সদস্য সংগ্রহ করে তাদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রজাপতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি।

এ বিষয় কথা বলতে সমিতির নির্বাহী পরিচালক মো. আবু ছালেহ তালুকদারের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হয়। তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা জগলুল হায়দার বলেন, প্রজাপতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, লিখিত অভিযোগ পেলে প্রজাপতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবি ২৮ ব্যাচের ফুটবল উৎসব অনুষ্ঠিত

পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

জয় দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু বাংলাদেশের 

‘উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশন’-এর শীতবস্ত্র বিতরণ

এইচএসসি পাসেই আবুল খায়ের গ্রুপে বড় নিয়োগ

শীত আবার বাড়বে কি না জানাল আবহাওয়াবিদ

দুই জোড়া ভাইকে নিয়ে ইতালির বিশ্বকাপ দল ঘোষণা

আগামী ৫ দিন কেমন থাকবে শীত

নুরুদ্দিন অপুর উপহারের ক্রীড়াসামগ্রী পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

মেয়ের নাম প্রকাশ করলেন রাজকুমার-পত্রলেখা

১০

‘গণঅভ্যুত্থানে যাদের ভূমিকা নাই, তারাই নানা আকাঙ্ক্ষার কথা বলে’

১১

ট্রাম্পের গাজা প্যানেল নিয়ে ইসরায়েলের আপত্তি

১২

যে গ্রামে দোকান চলে দোকানদার ছাড়াই

১৩

গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তারেক রহমান 

১৪

এ আর রহমানকে ‘ঘৃণ্য মানুষ’ বললেন কঙ্গনা

১৫

তিন ইস্যুতে ইসি ঘেরাও ছাত্রদলের

১৬

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক সন্ধ্যায় 

১৭

শাকসু নির্বাচনের প্রচারে ১২ ঘণ্টা সময় বাড়ল

১৮

ভিন্ন রূপে কেয়া পায়েল

১৯

নানকসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল

২০
X