ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি

ফরিদপুরের ভাঙ্গায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে  ব্যাপক প্রস্তুতি সম্পন্ন। ছবি : কালবেলা
ফরিদপুরের ভাঙ্গায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন। ছবি : কালবেলা

আগামীকাল ১০ অক্টোবর ঢাকা থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে রেলে ফরিদপুরের ভাঙ্গায় আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় রেল জংশন উদ্বোধন ও জনসভাকে ঘিরে ব্যাপক আয়োজন সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে উৎসাহের আমেজ বইছে। ইতোমধ্যে প্রশাসনের সব দপ্তরের পক্ষ থেকে প্রস্তুতি সম্পন্নের পথে।

অন্যদিকে এমপি নিক্সন চৌধুরীর সমর্থকরা পাল্লা দিয়ে স্টেডিয়ামের প্রবেশপথসহ শহরের সড়কগুলোতে একাধিক তোরণ, ফেস্টুন, ব্যানার ও কেন্দ্রীয় নেতাকর্মীদের ছবি সংবলিত প্লাকার্ড রাস্তার দুই পাশ দিয়ে টানানো শুরু করে দিয়েছে। এতে ছেয়ে গেছে সারা শহর।

এদিকে প্রশাসনের প্রস্তুতি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন জানান, ‘বেশ কয়েকদিন ধরে পুলিশ, গোয়েন্দা পুলিশ, র‍্যাব, বিডিআর, এসএসএফ কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে সব প্রস্তুতি সম্পন্নের পথে। ১০ অক্টোবর প্রধানমন্ত্রী ১২টার দিকে রেল জংশন উদ্বোধন করবেন। এরপর জনসভায় যোগ দেবেন।’

এদিকে ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম জানান, ‘প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুলিশ সুপারের নেতৃত্বে সাদা পোশাকধারী, ইউনিফর্মধারী, অস্ত্রধারীসহ ৫ হাজার পুলিশ নিরাপত্তা বলয় নিশ্চিত করতে সবসময় প্রস্তুত রয়েছে।’

অন্যদিকে, ভাঙ্গা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তরুণ কুমার পাল জানান, ‘প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আমাদের সব টিম ইতোমধ্যে প্রস্তুত রয়েছে, রেল জংশন ও জনসভা স্থলে পাঁচজন চিকিৎসকের তিনটি টিম কাজ করবে।’

তিনি জানান, ‘এদিকে হাসপাতালের রুম, বেড, অ্যাম্বুলেন্সসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

এদিকে ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জাফর আহমেদ জানান, ‘কয়েকদিন ধরে প্রধানমন্ত্রীর সভাস্থলে প্রবেশপথে রাস্তার কাজ প্রশস্ত করার কাজ সম্পন্ন করা হয়েছে। আমাদের জংশন ও সভাস্থলে তিনটি টিম কাজ করবে। আমাদের টিমে ৭০ জন জনবল ওইদিন কাজ করবেন।’

এদিকে আবাসিক উপপ্রকৌশলী সাইদুর রহমান জানান, স্টেডিয়ামের বাইরের বিদ্যুতের কাজ ১০০ ভাগ সম্পন্ন হয়েছে এবং ভেতরের কাজ সম্পন্ন হওয়ার পথে।

অন্যদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ জানান, ‘উপজেলা পর্যায়ে এমন একটি জনসভা করতে প্রধানমন্ত্রী রাজি হওয়ায় আমরা জনসভাকে সফল করতে রাতদিন কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে সব রকমের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পথে। নেত্রী যেন খুশি হন এমন একটি সুন্দর জনসভা ভাঙ্গার পক্ষ থেকে উপহার দিতে পারি সেই লক্ষ্য নিয়ে কাজ করছি, ইনশাল্লাহ সফল হবো।’

এ বিষয়ে সর্বশেষ জানতে স্থানীয় এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, ‘ইতোমধ্যে স্টেডিয়ামসহ রাস্তার দুই পাশে সাজ-সজ্জার কাজ সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী আমার এলাকার মানুষের প্রতি খুশি হবেন এমন সর্বোচ্চ লোকসমাগমের উপস্থিত করতে ব্যাপক আয়োজন করা হয়েছে।’

এ ব্যাপারে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে জেলা ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক আনন্দ বিরাজ করছে। পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য সৃষ্টি। সেই সেতুর রেললাইন উদ্বোধন করতে যাচ্ছেন তিনি। যা আমাদের জন্য গর্বের। এ রেললাইন উদ্বোধন হলে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও নির্বিঘ্ন হবে সঙ্গে দৃশ্যমান হবে রেললাইন।’

উল্লেখ্য, আগামী ১০ অক্টোবর পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গায় রেল সংযোগের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি আওয়ামী লীগের ফরিদপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত ফরিদপুরের ভাঙ্গার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে এক জনসভায় ভাষণ দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান ইস্যুতে ইরাক থেকে হুমকি পেল যুক্তরাষ্ট্র

এবার বাংলাদেশি সব সাংবাদিকের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরিতে বাড়ল ৫ হাজার

অভিনয় ছেড়ে দুবাইয়ে ব্যবসায় মজেছেন অভিনেত্রী

জামিন পেলেও এখনই মুক্তি মিলছে না সাদ্দামের

নারী নির্মাতাদের চলচ্চিত্র নির্মাণ কর্মশালার দ্বিতীয় আসর সম্পন্ন 

‘ইয়ামাল অন্য গ্রহের খেলোয়াড়’

ছাদখোলা বাসে রাজশাহী ওয়ারিয়র্সকে বরণ, উৎসবে মাতল পুরো নগরী

নন-ক্যাডার শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

একুশে বইমেলা ২০২৬ / প্রকাশকদের অনুরোধে স্টল ভাড়া কমল যত

১০

গাজায় শেষ বন্দির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের

১১

জামায়াত নেতার ছেলেকে রিভলবার ঠেকিয়ে বাড়িতে লুট

১২

ইতিহাস গড়লেন রিয়াল ব্রাত্য এনদ্রিক

১৩

আবারও হুঙ্কার থালাপতির, বললেন তাকে থামানো যাবে না

১৪

প্রেমিকের স্ত্রীকে এইচআইভি ইনজেকশন পুশ করলেন তরুণী

১৫

ট্রফি উদযাপনের দিনে রাজশাহী-বগুড়াবাসীকে যে বার্তা দিলেন মুশফিক

১৬

নির্বাচনকে গণতন্ত্র পুনর্গঠনের আন্দোলন হিসেবে দেখছি : জুনায়েদ সাকি

১৭

এনপিএ ও কমিউনিটি ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৮

ভারতকে ‘ভালো প্রতিবেশী’ বললেন চীনের প্রেসিডেন্ট

১৯

সাজাপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্টের সমর্থকদের সমাবেশে বজ্রপাত, আহত ৮৯

২০
X