নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে বরিশালের বানারীপাড়া উপজেলায় কালাম নামের এক জেলেকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর ২টার দিকে এ সাজা দেন বানারীপাড়ার সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক। এ সময় ওই জেলের কাছ থেকে দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্ত জেলে কালাম বানারীপাড়া উপজেলার খাজুরবাড়ি গ্রামের বাসিন্দা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক জানান, মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ১১ অক্টোবর রাত ১২টা থেকে দেশের সব নদী ও সাগরে টানা ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এ নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যা নদীতে জেলে কামাল মা ইলিশ ধরছিলেন। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন ও বানারীপাড়া থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
মন্তব্য করুন