মৌলভীবাজারে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন। শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের কদুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিয়ের বরযাত্রী হিসেবে মোটরসাইকেল নিয়ে পাশের মোকামবাজার এলাকায় যাচ্ছিলেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ।
নিহতরা হলেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সুরুজ মিয়ার ছেলে তাজ উদ্দিন (৪৫) ও শ্রীনাথপুর গ্রামের মৃত জমশেদ সিয়ার ছেলে শাহিন মিয়া (৩৫)।
ওসি জানান, শুক্রবার দুপুরের দিকে মোটরসাইকেল আরোহী তাজ উদ্দিন ও শাহিন মিয়া মোটরসাইকেল নিয়ে একটি বিয়েতে যাচ্ছিলেন। এ সময় সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের কদুপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীদের চাপা দিলে ঘটনাস্থলে মারা যান তাজ উদ্দিন। অপরজন শাহিন মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে এলে তার অবস্থা অংশঙ্কাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মন্তব্য করুন