সিলেটে ট্রেনে কাটা পড়ে ইফতেকার হাসান সুমন (৪২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে নগরীর দক্ষিণ সুরমার পুরাতন রেলস্টেশনের দুই নম্বর প্লাটফর্মে পাহাড়িকা ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
জানা গেছে, সুমন মোল্লারগাও ইউনিয়নের হাজরাই চৌধুরীগাঁওয়ের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায় টাকার ক্ষতি হওয়ায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন ইফতেখার হাসান সুমন। দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন হয়ে নিখোঁজ হয়ে যান তিনি। মাঝে মধ্যে গ্রামের বাড়িতে যান আবার নিরুদ্দেশ হয়ে যেতেন তিনি। মঙ্গলবার সুমন রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটেছে।
সিলেট রেলওয়ে থানার ওসি শাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, ব্যবসায় টাকা ক্ষতি হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন সুমন। মঙ্গলবার রাতে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন