খুলনা ব্যুরো
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
উচ্চতর ডিগ্রির ভুয়া সার্টিফিকেট

খুলনায় পুলিশ হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়কের বিরুদ্ধে দুদকের মামলা

খুলনা বিভাগীয় পুলিশ হাসপাতাল। ছবি : সংগৃহীত
খুলনা বিভাগীয় পুলিশ হাসপাতাল। ছবি : সংগৃহীত

খুলনা বিভাগীয় পুলিশ হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. সহিদ হোসেন মো. নূর আফজালের বিরুদ্ধে ভুয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৭ অক্টোবর) তার বিরুদ্ধে খুলনা জেলা অফিসের উপসহকারী পরিচালক ওহিদুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। ডা. সহিদ বর্তমানে রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত। তার বিরুদ্ধে ডি-অর্থ ও এমএস ডিগ্রি অর্জন না করে তা প্রেসক্রিপশনে লিখে প্রতারণা, জাল জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়।

মামলার নথি থেকে জানা যায়, খুলনা পুলিশ হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. সহিদ নুর আফজালের বিরুদ্ধে ভুয়া এমএস ডিগ্রি এবং ডি অর্থ ডিগ্রি লিখে মানুষের সঙ্গে প্রতারণা করছেন। এ ছাড়া অপারেশনের নামে অনেক রোগীকে বিকলাঙ্গ করে ফেলার অভিযোগে দুদক চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন একাধিক ভুক্তভোগী। দুদক চেয়ারম্যান অভিযোগ আমলে নিয়ে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক তদন্তের অনুরোধ জানানো হয়। পরবর্তীতে বিএমডিসি ডা. সহিদ নুর আফজালের এমএস ও ডি-অর্থ ডিগ্রি ভুয়া এবং তিনি তা প্রতারণার জন্য ব্যবহার করেন মর্মে দুদককে লিখিতভাবে অবহিত করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার তার বিরুদ্ধে মামলা করে দুদক।

ডা. সহিদ নুর আফজালের বিরুদ্ধে এর আগেও ব্যাপক অভিযোগ ওঠে। অর্থোপেডিক্স চিকিৎসক না হয়েও দীর্ঘদিন প্রেসক্রিপশনে কখনো ডিপ্লোমা, কখনো এমএস, আবার কখনো উভয় ডিগ্রি ব্যবহার করছেন। এ বিষয়ে জুনে খুলনার ২৮ অর্থোপেডিক্স চিকিৎসক মেট্রোপলিটন পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়, তিনি এমবিবিএস ছাড়া কখনো ডিপ্লোমা বা এমএস ডিগ্রি অর্জন করেননি। এমনকি বিএমডিসিতেও এমন কোনো ডিগ্রির উল্লেখ নেই। বহু বছর ধরেই তিনি এসব ডিগ্রি ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন।

নগরীর ন্যাশনাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, গ্রিন লাইফ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অর্থোপেডিক্স রোগী দেখছেন। এতে বহু রোগী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও শারীরিকভাবে বিকলাঙ্গ হয়ে পড়ছেন। রোগী ধরতে তিনি আসাদ, দেবদূত, সুজন ও সুমন নামে কয়েকজন দালালকে ব্যবহার করেন। এ ছাড়া সরকারি চিকিৎসক হয়েও অনুমতি ছাড়া ন্যাশনাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিকানা গ্রহণ করেছেন। যা সরকারি চাকরিবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

ডিগ্রি জালিয়াতির পাশাপাশি ডা. নূর আফজালের বিরুদ্ধে গোপনে সরকারি ওষুধ বিক্রির অভিযোগও উঠেছে একাধিকবার। ২০০৭ সালে ওষুধ চুরির বিষয়ে গঠিত তদন্ত প্রতিবেদনের ফলে তিন তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ওষুধ বিতরণে অনিয়মের বিষয়টি ফুটে উঠেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর

জাজিরা হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মে জর্জরিত স্বাস্থ্যসেবা

ডেজার সভাপতি প্রকৌশলী রুহুল আলম, সম্পাদক প্রকৌশলী চুন্নু

নানা আয়োজনে গাকৃবিতে মৎস্য সপ্তাহ উদযাপন

১০

বিপিএলের ফিক্সিং ইস্যুতে সতর্ক অবস্থানে তামিম

১১

রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু বুধবার

১২

এবার সিলেটের উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট পাথর জব্দ

১৩

জমি রেকর্ড সংশোধনের মামলা দায়েরের শেষ সময় সেপ্টেম্বরে

১৪

পায়ের ফাঁকে বালিশ দিয়ে ঘুমালে কী হয়, জানেন কি?

১৫

জামায়াতের মুখে সংস্কার, হাস্যকর বিষয় : সোহেল

১৬

লবণ বেশি খেলে কী ঘটে শরীরে? জানালেন পুষ্টি বিশেষজ্ঞ

১৭

গণতন্ত্রকামী দলগুলোর দূরত্ব তৈরি হলে ফ্যাসিবাদ সুযোগ নেবে : তারেক রহমান

১৮

বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার

১৯

স্বাস্থ্য উপদেষ্টাকে ক্ষমা চাইতে হবে : এনসিপি নেতা ডা. জাহিদুল

২০
X