সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ি থেকে ডেকে নিয়ে কলেজছাত্রকে ছুরিকাঘাত করল তারই বন্ধুরা

এনাম মেডিকেলের আইসিইউ বেড। ছবি : কালবেলা
এনাম মেডিকেলের আইসিইউ বেড। ছবি : কালবেলা

ঢাকার সাভারে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে আহত করছে তারই বন্ধুরা। বর্তমানে আহত ওই শিক্ষার্থী সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ৪ জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পিতা।

আহত সিরাজুল ইসলাম (২৬) ধামরাইয়ের ফোর্ডনগর এলাকার বাদশা মিয়ার ছেলে এবং সাভার সরকারি কলেজের ডিগ্রি (বিবিএস) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

মামলার আসামিরা হলেন, সাভারের বক্তারপুর এলাকার নজরুল ইসলামের ছেলে ইমন (২৮) এবং একই এলাকার নিলয় (২৪), সুজন (২৪) ও ফাহাদ (২৪)।

এদিকে মামলা দায়েরের চারদিন পার হলেও এখনো অভিযুক্তদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আহতের বাবা ও মামলার বাদী বাদশা মিয়া (৫৮) জানান, মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় আমার ছেলের মোবাইল ফোনে কল করে বাড়ি থেকে সাভারের বক্তারপুর মাঝিপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযুক্ত ইমনের অফিসে ডেকে নিয়ে যায়। পরে সেখান থেকে রাত আনুমানিক সাড়ে দশটার দিকে অপর অভিযুক্তরা মিলে আমার ছেলে ওই অফিস থেকে বের করে পার্শ্ববর্তী একটি বালুর গদিতে নিয়ে গিয়ে ধারালো সুইচ গিয়ার দিয়ে আমার ছেলের বুকে মারাত্মকভাবে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তার পরিবার জানায়, সেখানে তার অপারেশন সম্পন্ন হলেও অবস্থার তেমন উন্নতি হয়নি। বর্তমানে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে।

আহত সিরাজুলের মামা মিন্টু আহমেদ অভিযোগ করেন, কয়েক মাস পূর্বে আমার ভাগিনার সাথে রেস্টুরেন্টের চেয়ারে বসাকে কেন্দ্র করে তারই বন্ধু ইমনের সাথে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি মীমাংসা হলেও সেই ক্ষোভের জেরে সিরাজুলকে ডেকে নিয়ে তারা এ হামলার ঘটনা ঘটায়। এদিকে গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মামলা দায়েরের পর আজ চারদিন পার হলেও এখনো আসামিদের মধ্যে কাওকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আমরা আমার ভাগিনার ওপর এই হামলার সুষ্ঠু বিচার চাই এবং অতি দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানাই।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাব্বির হোসেন জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। আহতের পরিবারের দাবি আগের কোনো বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই আসামিরা এলাকা ছাড়া তবে তাদের গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চানখাঁরপুলে হত্যার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড

এ বছর কোন দেশে কত ঘণ্টা রোজা, জেনে নিন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বিস্ফোরণ

ক্রাচে ভর দিয়ে পার্টিতে হৃতিক, কী হয়েছে নায়কের পায়ে

গাজার রাফা ক্রসিং খুলে দেবে ইসরায়েল, তবে...

ভয় দেখিয়ে নির্বাচন বানচালের অপচেষ্টা ব্যর্থ হবে : আমান

ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ৫০ নেতাকর্মী

‘রাজাসাব’ ফ্লপ হতেই প্রভাস ভক্তদের রোষানলে নির্মাতা

গভীর রাতে দুই যুবদল নেতার বাড়িতে হামলা ও আগুন

১০

যে কারণে পিছিয়ে গেল তারেক রহমানের রাজশাহী সফর

১১

সঞ্চয়পত্র কেনায় সীমা তুলে দেওয়ার কথা ভাবছে সরকার : অর্থসচিব

১২

প্রধান উপদেষ্টা / গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্রে পরিণত হবে নীলফামারীর বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল

১৩

‘ঘাড়ের ওপর ছিল ছুরি, দিনে কয়েকবার ধর্ষণ’; নেটফ্লিক্সে এলিজাবেথেরর সেই ৯ মাসের গল্প

১৪

দেশ ছাড়েননি বুলবুল, তিনি এখন মিরপুরে

১৫

লন্ডনের বাড়িতে বিরাট-অনুষ্কার পূজা

১৬

পাঁচ মনোনয়ন গ্রহণ ও ৯ প্রার্থীকে প্রতীক দিল ইসি

১৭

ফোনের কভার ব্যাবহারের আগে জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

১৮

একটি মানবিক প্রতিবেদন বদলে দিল নূরজাহানের জীবন

১৯

জানুয়ারির ২৪ দিনে যে ৭ ব্যাংকে আসেনি রেমিট্যান্স

২০
X