রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
বিএনপির মহাসমাবেশ

২৮ অক্টোবর ঘিরে রাজশাহীতে বাস-ট্রেনে নেই বাড়তি চাপ

রাজশাহী জেলা ম্যাপ : গ্রাফিক্স কালবেলা
রাজশাহী জেলা ম্যাপ : গ্রাফিক্স কালবেলা

আগামী ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে রাজশাহী থেকে ঢাকায় যাওয়া নিয়ে যানবাহনে বাড়তি কোনো চাপ নেই। তবে স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ট্রেনের টিকিট শেষ হয়ে গেছে। মহাসমাবেশ ঘিরে দূরপাল্লার যানবাহন বন্ধেরও কোনো পরিকল্পনা কিংবা আশঙ্কা নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন ও দূরপাল্লার বিভিন্ন বাস টার্মিনালে খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ২৬ ও ২৭ তারিখে ট্রেনের কোনো টিকিট নেই। ২৬ ও ২৭ অক্টোবরের রাজশাহী-ঢাকা রুটে ট্রেনের টিকিট ১৬ ও ১৭ অক্টোবরই শেষ হয়ে গেছে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের প্রধান বুকিং সহকারী মো. আব্দুল মোমিন বলেন, ‘৫০ শতাংশ টিকিট অনলাইনে দেওয়া হয়। আর বাকি ৫০ শতাংশ টিকিট দেওয়া হয় কাউন্টার থেকে। সাধারণত অনলাইনে টিকিট যাত্রার ১০ দিন আগে দেওয়া হয়। আর টিকিট থাকা সাপেক্ষে কাউন্টার থেকে টিকিট দেওয়া হয়। স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই অনলাইন ও অফলাইনে ২৬ ও ২৭ অক্টোবরের কোনো টিকিট নেই।

পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার বলেন, ‘ট্রেনে বাড়তি কোনো চাপের সুযোগ নেই। স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। স্বাভাবিক নিয়মেই চলবে ট্রেন।’

এদিকে দুপুরে দূরপাল্লার রাজশাহীর বিভিন্ন বাস কাউন্টার ঘুরে দেখা গেছে, ২৬ ও ২৭ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজশাহী থেকে ঢাকা রুটের বাসে বাড়তি কোনো টিকিট ক্রয়ের চাপ নেই। অধিকাংশ বাস কাউন্টারে এখনো ২৬ ও ২৭ ‍অক্টোবরের টিকিট মিলছে।

রাজশাহী গ্রামীণ ট্রাভেলস’র কাউন্টারেরর টিকিট মাস্টার মো. খালিদ বলেন, ‘ওইভাবে টিকিটের কোনো চাপ আমরা দেখছি না। স্বাভাবিকভাবে যেভাবে টিকিট বিক্রি হয় সেভাবেই হচ্ছে। এখনো ২৬ ও ২৭ অক্টোবরের পর্যাপ্ত টিকিট রয়েছে।

রাজশাহী দেশ ট্রাভেলস’র কাউন্টার মাস্টার মো. সানাউল্লাহ বলেন, ‘বাড়তি চাপ নেই এটি বলব না। বিএনপির সমাবেশের তো এখনো বেশ কয়েক দিন বাকি। তাছাড়া পূজার ছুটি চলছে। তবে সমাবেশের আগে দূরপাল্লার বাস বন্ধের একটি আশঙ্কা থাকে। সেই আশঙ্কা থেকেই হয়তো বিএনপি নেতাকর্মীরা এখনো টিকিট কাটছে না। তবে ২৮ তারিখের আগে পর্যাপ্ত টিকেট রয়েছে বলেও জানান তিনি।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘রাজশাহী থেকে ঢাকায় বিএনপির যেসব নেতাকর্মী মহাসবাবেশে যাবে তাদের চার ভাগের এক ভাগ এখন ঢাকায় অবস্থান করছে। বুধবারের মধ্যে অধিকাংশ নেতাকর্মী বাস ও ট্রেনে ঢাকায় পৌঁছাবে। যাদের জরুরি কাজ আছে কেবল তারাই ২৭ তারিখে ঢাকায় যাবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের নেতাকর্মীদের অধিকাংশ ট্রেন ও লোকাল বাসে যাচ্ছে। এখন পর্যন্ত ঢাকায় যাওয়া নিয়ে যানবাহনকেন্দ্রিক কোনো সমস্যা দেখছি না। তবে এবার আমাদের অনেক নেতাকর্মী ঢাকায় যাওয়ার ক্ষেত্রে ফরিদপুর-ভাঙ্গা রুট ব্যবহার করছে। কেননা, এই দিক দিয়ে গেলে প্রায় অর্ধেক টাকায় ঢাকায় যাওয়া যাচ্ছে।’

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সহসভাপতি মো. নুরুজ্জামান মোহন বলেন, ‘বিএনপির সমাবেশ ঘিরে আমাদের কোনো মাথাব্যথা নেই। স্বাভাবিকভাবে দূরপাল্লার বাস চলবে। বিগত দিনগুলোতে বিএনপির সমাবেশ ঘিরে বাস বন্ধের আমাদের কোনো পরিকল্পনা ছিল না। আগামী ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে দূরপাল্লার বাস বন্ধের কোনো নির্দেশনা ওপর থেকে নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরো আসরজুড়ে ব্যর্থ মিরাজের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন সিলেট কোচ

অফিসে রাগ নিয়ন্ত্রণে রাখুন সহজ কিছু উপায়

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী তারিকুল

সিলেটে বিএনপির জনসভায় অসুস্থ হয়ে পড়েছেন ৪ নেতাকর্মী

উন্নয়নের নামে জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার হয়েছে : তারেক রহমান

হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনী প্রচার শুরু

বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের কড়া সমালোচনা সাবেক ভারতীয় তারকার

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / রোগী দেখার পাশাপাশি গণভোটের প্রচারে চিকিৎসকরা

জুলাই যোদ্ধার কবর জিয়ারতের মাধ্যমে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু

রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

১০

তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান / ৪ কোটি নারীর হাতে থাকবে ফ্যামিলি কার্ড

১১

৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু, কেজিপ্রতি কত

১২

সিলেটে জনসভায় যোগ দিলেন তারেক রহমান

১৩

এবার আপিলে যাচ্ছেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী

১৪

পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার

১৫

১০০০ গোলের মাইলফলক থেকে মাত্র ৪০ গোল দূরে রোনালদো

১৬

নাটোর-২ আসনের জনগণ বিপুল ভোটে বিজয়ী করবে: দুলু

১৭

পাকিস্তানে মার্কেটে আগুন, এক দোকানেই মিলল ৩০ মরদেহ

১৮

পুলিশের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ 

১৯

৬০ পেরিয়ে নতুন প্রেমিকা নিয়ে মুখ খুললেন আমির

২০
X