নওগাঁয় পৃথক অভিযান চালিয়ে বিএনপির ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৫ অক্টোবর) রাতে নওগাঁ সদর, মান্দা, পোরশা, বদলগাছি উপজেলা থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নওগাঁ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান, সদর উপজেলার দুবলহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইমরুল হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজল রশিদ, দুবলহাটি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ফরহাদ হোসেন, জেলা যুবদলের সাবেক সদস্য আশিক রহমান, নওগাঁ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এসএম আব্দুল বারী হাসিবুল, মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শান্ত মোল্লা, পোরশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও বদলগাছী উপজেলায় মিঠাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মিলটন।
পুলিশ বলছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে এবং তা চলমান থাকবে। অন্যদিকে জেলা বিএনপির নেতাদের অভিযোগ, শনিবারের মহাসমাবেশ কেন্দ্র করে পুলিশ নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালাচ্ছে। যাদের বাড়িতে পাওয়া যাচ্ছে, তাদের ধরে এনে পুরোনো গায়েবি মামলায় গ্রেপ্তার দেখাচ্ছে।
নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন জানান, মহাসমাবেশকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ভীতি সৃষ্টি করার জন্য পুলিশ ধরপাকড় শুরু করেছে। গত রাতে নওগাঁ সদর, মান্দা ও পোরশা থানা এলাকা থেকে বিএনপির ও এর সহযোগী সংগঠনের নয় নেতাকর্মীকে আটক করে পুলিশ। আটকের পর পুরোনো মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
নওগাঁ সদর মডেল থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে নওগাঁ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ছয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার আসামিদের আদালতে নেওয়া হয় এবং পরে আদালতের নির্দেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন