তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক দেশের প্রতিটি উপজেলায় শহীদ শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে পৌরশহরের গোহাটা ফেডারেশন মাঠ এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ উদ্বোধন শেষে জননেতা আলতাফ হোসেন গোলন্দাজ অডিটোরিয়ামে আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রথম পর্যায়ে ১২৫টি উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণকাজ সমাপ্ত হয়েছে। দ্বিতীয় পর্যায়ে প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা ব্যয়ে ১৮৬টি উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কার্যক্রমের অংশ হিসেবে গফরগাঁও উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আশা করছি, আগামী ১ মাসের মধ্যেই নির্মাণকাজ শেষ হবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে বলেন, বিএনপি জামায়াত ক্ষমতায় গেলে মানুষের বাড়িঘর ভেঙে পুকুর খনন করে যার উদাহরণ গফরগাঁও উপজেলা। আমার পিতা এমপি থাকা অবস্থায় নিজ বাড়ির কাছেই বিএনপির সন্ত্রাসীরা হত্যা করে। বিএনপি জামায়াতের হাতে কেউ নিরাপদ না। তাই আগামী নির্বাচনে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, শেখ রাসেল মিনি স্টেডিয়ামের প্রকল্প পরিচালক মাহবুব মোরশেদ সোহেল,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাহফুজুল আলম মাছুম, অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।
মন্তব্য করুন