শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির বৈঠকে পুলিশের ধাওয়া, আহত ৪

কমলগঞ্জে বিএনপির নেতাকর্মীদের গোপন বৈঠকের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। ছবি : কালবেলা
কমলগঞ্জে বিএনপির নেতাকর্মীদের গোপন বৈঠকের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। ছবি : কালবেলা

মৌলভীবাজারের কমলগঞ্জে বিএনপির নেতাকর্মীরা গোপনে বৈঠক চলাকালে পুলিশের ধাওয়ায় চার পুলিশের ওপর অতর্কিতে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নে নইনারপার ছাত্রদল নেতা ফয়সাল আহমেদের বাসায় এ ঘটনা ঘটে।

ঘটনার ১০-১৫ মিনিট পর দেখা যায়, ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করছেন। সে সময় মিছিলে তারা স্লোগান দেন, পুলিশের ওপর হামলা কেন জবাব চাই। এভাবে রাত ১১টা পর্যন্ত মিছিল করতে থাকেন তারা।

আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই বিজয় প্রসাদ দেবনাথ, এএসআই পরিমল চন্দ্র সীল, কনস্টেবল মো. আজহারুল ইসলাম রাব্বি, আমিনুল ইসলাম। আহতদের মধ্যে দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় চলে এলেও বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার নইনারপারে ছাত্রদল নেতা ফয়সাল আহমদের বাসায় বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিএনপির ২৮ অক্টোবর ঢাকার কর্মসূচি বাস্তবায়নে বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশের দুটি টিম ঘটনাস্থলে এসে ধাওয়া করলে বৈঠক ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় উপস্থিত বিএনপির নেতাকর্মীরা রাস্তার পাশের ভবনের ছাদের ওপর থেকে পুলিশের ওপর ইটপাটকেল মারলে চার পুলিশ আহত হয়।

ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ বলেন, আমরা অন্যান্য দিনের মতো সবাই বসে মিটিং করছিলাম কোনো গোপন বৈঠক না। হঠাৎ পুলিশের বাঁশির আওয়াজ শুনে সবাই পালিয়ে যায়। তাদের ওপর আমরা কেউ ইটপাটকেল নিক্ষেপ করিনি। এটা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাজানো নাটক। তারাই এ নাটক সাজিয়ে আমাদের ফাঁসাতে চাচ্ছে। তবে পুলিশের ওপর এ হামলার তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন, আমার এলাকার ছাত্রদল নেতা অনিকের বাসায় হামলা চালানো হয়েছে। যুবদল নেতা কবির হোসেনের দোকানে লুটপাট ও ভাঙচুর করা হয়েছে।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্চয় চক্রবর্তী বলেন, ২৮ অক্টোবর বিএনপির কর্মসূচি বাস্তবায়ন ও নাশকতার পরিকল্পনা করছিল তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার সঙ্গে সঙ্গেই হামলা করে তারা। এতে আমাদের চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

সাবেক এমপি বুলবুলের পিএস সিকদার লিটন গ্রেপ্তার

টাকা না পেয়ে ফুপুকে গলাকেটে হত্যা করল ভাতিজা

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবি’র ৫ দফা দাবি

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

১০

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

১১

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

১২

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৩

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

১৪

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

১৫

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

১৬

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

১৭

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

১৮

চব্বিশের বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ : কাদের সিদ্দিকী

১৯

ঢাকার মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কা নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

২০
X