রাজধানীর নয়াপল্টনের সমাবেশ থেকে রোববার (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণার পর সুনামগঞ্জ শহরে ঝটিকা মিছিল করেছে বিএনপি।
শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পুরাতন বাস স্টেশনের দলীয় কার্যালয় থেকে হরতালের সমর্থনে এই ঝটিকা মিছিল বের হয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। একই সময়ে পুরাতন বাসস্টেশনে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নেয়।
দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের জেলা বিএনপির সহসভাপতি সেলিম উদ্দিন বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারের নির্দেশে পুলিশ হামলা করেছে। অসংখ্য বিএনপি নেতাকর্মীরা আহত হয়েছেন। এ অবস্থায় আগামীকাল সকাল-সন্ধ্যা দেশব্যাপী হরতালের কর্মসূচি দেওয়া হয়েছে। পরিবহন শ্রমিক, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষ এই হরতালে সমর্থন দেবেন বলে আমরা আশা করছি। সকাল থেকেই বিএনপি নেতাকর্মীরা রাজপথে থাকবে।
মন্তব্য করুন