পুলিশের সঙ্গে সংঘর্ষে ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার প্রতিবাদে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হারতাল ডেকেছে বিএনপি। তা ছাড়া বিএনপির ডাকা হরতাল মানবেন না বলে জানিয়েছেন লঞ্চ ও বাস মালিক সমিতির নেতারা। তারা জানিয়েছেন, প্রতিদিনের মতো রোববার সকাল থেকেই যথাসময়ে লঞ্চ এবং বাস চলাচল শুরু হবে।
এরই মধ্যে শনিবার রাত থেকেই নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোড়দারের পাশাপাশি টহল কার্যক্রম বৃদ্ধি করেছে প্রশাসন। রাজনৈতিক কর্মসূচির নামে কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।
তবে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন ও বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির একাংশের সভাপতি সুলতান মাহমুদ বলেন, ‘বিএনপি হরতাল ডেকেছে, আমরা এ হরতাল মানি না। তাই পূর্বের নিয়মেই রোববার সব রুটে বাস চলাচল স্বাভাবিক থাকবে।
একই কথা জানিয়েছেন, যাত্রীবাহী নৌ-পরিবহন (যাপ) মালিক সমিতির সহসভাপতি সাইদুর রহমান রিন্টু। তিনি বলেন, ‘নৌ-পথে কোনো হরতাল পালন হবে না। নিয়ম অনুযায়ী, অভ্যন্তরীণ এবং দূরপাল্লার সব রুটেই যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক থাকবে।
মন্তব্য করুন