কুমিল্লার চান্দিনায় বাস চাপায় মো. মহসিন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৮ অক্টোবর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার পালকি সিনেমা হল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মহসিন চান্দিনা উপজেলার পৌরসভাধীন দক্ষিণ হারং এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. মহসিন পশ্চিম বেলাশহর এলাকায় একটি কার ওয়াসের দোকান চালাত। সেখান থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে চট্টগ্রামগামী একটি বাস পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির এসন আই আব্দুর রহিম জানান, দুর্ঘটনার কথা শুনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন