লালমনিরহাটে হরতালে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় বিএনপি কার্যালয়ে আগুন দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
রোববার বিকেলে শহরের বিডিআর গেট চত্বরে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টামূলক শাস্তি দাবি করেন নেতারা। পরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে।
এ সময় শহরের মিশন মোড় এলাকায় রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর ব্যক্তিগত কার্যালয় এবং স্টেশন রোডে শ্রমিকদল কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে সকালে লালমনিরহাটের মহেন্দ্রনগরে বিএনপির নেতাকর্মীদের দেশীয় অস্ত্রের কোপে সদর উপজেলা গোকুণ্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন নিহত হন।
এ ছাড়া হরতাল পালনে বিএনপি মিছিল করলে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আদিতমারীতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়।
মন্তব্য করুন