শিক্ষা কর্মকর্তা আবুল হোসেনের বিরুদ্ধে কালবেলায় অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পরপরই ঘুষ বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেনের বদলির আদেশ হয়েছে। তবে আদেশে কি কারণে তাকে বদলি করা হয়েছে তা উল্লেখ করা হয়নি।
২৯ অক্টোবর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর ঢাকা এর উপ পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে মাধবপুর থেকে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলায় যোগদানের আদেশ দেওয়া হয়েছে। আগামী ৭ নভেম্বরের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদানের সময়সীমা বেধে দেওয়া হয় প্রজ্ঞাপনে।
উল্লেখ্য যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন দীর্ঘদিন যাবত মাধবপুরে একটি সিন্ডিকেট তৈরি করে তাদের মাধ্যমে ঘুষ বাণিজ্য চালিয়ে যাচ্ছিলেন। জগদীশপুর জেসি হাইস্কুল অ্যান্ড কলেজের আয়া নিয়োগের জন্য ৮০ হাজার টাকা ঘুষ নিয়ে কমিটির কারণে নিয়োগ দিতে না পেরে ঘুষের ৭০ হাজার টাকা ফেরত দেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে কালবেলাসহ জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।
এদিকে ওই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দুর্নীতি ও নিয়মের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে কি না জানতে চাইলে হবিগঞ্জ জেলার শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ জানান, এটা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে আলোচলা হচ্ছে অবশ্যই একটি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
মন্তব্য করুন