সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়ার সোলাগাড়ী ব্রিজ এলাকায় অবরোধের সমর্থনে মহাসড়কে গাছ ফেলে পিকেটিং চেষ্টাকালে বিএনপির ২ নেতাকে আটক করেছে পুলিশ।
বিএনপির ডাকে টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলাকালে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে তাদের আটক করা হয়।
আটকরা হলো উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও বাগদা গ্রামের মৃত সানোয়ার হোসেনের ছেলে আলিম আকন্দ (৪৮) ও সাংগঠনিক সম্পাদক চর বাগদা গ্রামের মৃত কোরবান আলী তালুকদারের ছেলে মানিক তালুকদার (৫৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন,উল্লাপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম।
তিনি বলেন, উপজেলার সোলাগাড়ী ব্রিজ এলাকায় বিএনপির কিছু নেতাকর্মী গাছ ফেলে পিকেটিং করার চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশকে দেখে পালানোর চেষ্টাকালে বিএনপির ২ নেতাকে আটক করা হয়।
মন্তব্য করুন