বিএনপির টানা তিন দিনের অবরোধের তৃতীয় দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে একটি চিনিবোঝাই ট্রাকে পেট্রলবোমা মেরে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার লালপুর সেতু এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চিনিবোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেওয়ায় সামনের অংশে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফেনীর দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা ওয়াসি আজাদ জানান, ফায়ার সার্ভিসের গাড়ি সময়মতো পৌঁছতে না পারলে হয়তো সম্পূর্ণ ট্রাকটি পুড়ে যেত। তাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
অপরদিকে টানা তিন দিনের অবরোধের তৃতীয় দিন ভোর থেকে শহরের বিভিন্ন সড়কের সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও সাধারণ রিকশা চলাচল করছে। দূরপাল্লার কোনো বাস ফেনী থেকে ছেড়ে যায়নি। মহাসড়কে যাত্রীবাহী বাসেরও দেখা মেলেনি। তবে বেশকিছু ট্রাক চলাচল করতে দেখা গেছে। এমনকি ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে। শহরের বিভিন্ন পয়েন্ট ও মহাসড়কে র্যাব, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সক্রিয় রয়েছেন। শহরের কোথায় অবরোধের পক্ষে পিকেটিং বা অন্য কোনো অপ্রীতিকর ঘটনা জানা যায়নি।
মন্তব্য করুন