তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ১০:৫৮ এএম
অনলাইন সংস্করণ

তালাক দেওয়ায় স্ত্রীকে এলোপাতাড়ি কোপালেন স্বামী

সিরাজগঞ্জ জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
সিরাজগঞ্জ জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে দুই মাস আগে তালাক দেন সোনাভান (৪৬)। আর তালাক দেওয়ার অপরাধে সাবেক স্বামী ধারালো রামদা দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়েছেন।

গুরুতর আহত গৃহবধূ সোনাভানকে মুমূর্ষু অবস্থায় প্রথমে তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জের তাড়াশের দেশীগ্রাম ইউনিয়নের কর্ণঘোষ গ্রামে। গৃহবধূ সোনাভান ওই গ্রামের মৃত সোনা বুল্লার মেয়ে ও তিন সন্ত্রানের জননী।

এ ঘটনায় রাতে তাড়াশ থানা পুলিশ জেলার রায়গঞ্জ উপজেলা থেকে স্বামী সাগর হোসেন ওরফে আব্দুস সালামকে (৫০) আটক করেছে। আটক সাগর হোসেন ওরফে আব্দুস সালাম উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাঞ্চনেশ্বর গ্রামের মৃত গোলাম মওলাব কসের ছেলে।

বিষয়টি তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, প্রায় ২৫ বছর আগে দেশীগ্রাম ইউনিয়নের কুমাল্লু গ্রামের মৃত সোনাবুল্লার মেয়ে সোনাভানের পার্শ্ববর্তী কাঞ্চনেশ্বর গ্রামের মৃত গোলাম মওলা বকসর ছেলে সাগর হোসেন ওরফে আব্দুস সালামের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে তিনটি সন্তানও রয়েছে। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী সাগর হোসেন ওরফে আব্দুস সালাম নানাভাবে স্ত্রী সোনাভানকে শারীরিক ও অমানুষিক নির্যাতন করে আসছিল। তারই ধারাবাহিকতায় মাস দুই আগে আব্দুস সালাম স্ত্রীকে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন। যে কারণে স্ত্রী সোনাভান অতিষ্ঠ হয়ে স্বামী আব্দুস সালামকে তালাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে রাস্তাঘাটে ও বাড়িতে গিয়ে সোনাভানের সাবেক স্বামী তাকে মারপিটের হুমকি-ধামকি দিয়ে আসছে। এ কারণে গতকাল বৃহস্পতিবার দুপুরে সোনাভান এর প্রতিকার চাইতে স্থানীয় দেশীগ্রাম ইউনিয়ন পরিষদে যান। আর পরিষদ থেকে ফেরার পথে তার সাবেক স্বামী সোনাভানের পথরোধ করে তালাক দেওয়ার অপরাধে তাকে হত্যার হুমকি দেয়। একপর্যায়ে সাবেক স্বামী ধারালো রামদা বের করে ওই গৃহবধূর নাকে কোপ দেন। তারপর তার ডান হাতের কনুইয়ে কোপ দেন। পরে পথচারীরা গৃহবধূকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ প্রসঙ্গে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীত বাড়বে রোববার থেকে, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

প্রেসিডেন্টের সংবাদ সম্মেলনের সময়ই ভূমিকম্প

ত্রয়োদশ সংসদ নির্বাচন / ঢাকার ২০টি আসনের মনোনয়নপত্র বাছাই আজ

মধ্যরাতে ঝরল ২ প্রাণ

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

ইরানের সঙ্গে যুদ্ধের শঙ্কা, সেনা প্রস্তুত করছে ইসরায়েল

এনসিপির যে ১০ কেন্দ্রীয় নেতার পদত্যাগ

জানুয়ারিতে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের আভাস

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার শক্তিশালী দল ঘোষণা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ

১০

পাহাড়ে শৈত্যপ্রবাহ, জনজীবন স্থবির

১১

বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি সহযোগিতার আহ্বান 

১২

ভেনেজুয়েলায় মার্কিন কৌশল ইরাক যুদ্ধের ব্যর্থতার মতো হতে পারে

১৩

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী

১৪

সব পক্ষের সদিচ্ছা থাকলে ইরানের পারমাণবিক চুক্তি সম্ভব : রাশিয়া

১৫

ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, আরও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

১৬

ওসিকে বৈষম্যবিরোধী নেতার হুমকি / কোন সাহসে এই কথা বললেন জানতে চাই

১৭

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

১৮

খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যুবকের মৃত্যু

১৯

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X