তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ১০:৫৮ এএম
অনলাইন সংস্করণ

তালাক দেওয়ায় স্ত্রীকে এলোপাতাড়ি কোপালেন স্বামী

সিরাজগঞ্জ জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
সিরাজগঞ্জ জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে দুই মাস আগে তালাক দেন সোনাভান (৪৬)। আর তালাক দেওয়ার অপরাধে সাবেক স্বামী ধারালো রামদা দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়েছেন।

গুরুতর আহত গৃহবধূ সোনাভানকে মুমূর্ষু অবস্থায় প্রথমে তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জের তাড়াশের দেশীগ্রাম ইউনিয়নের কর্ণঘোষ গ্রামে। গৃহবধূ সোনাভান ওই গ্রামের মৃত সোনা বুল্লার মেয়ে ও তিন সন্ত্রানের জননী।

এ ঘটনায় রাতে তাড়াশ থানা পুলিশ জেলার রায়গঞ্জ উপজেলা থেকে স্বামী সাগর হোসেন ওরফে আব্দুস সালামকে (৫০) আটক করেছে। আটক সাগর হোসেন ওরফে আব্দুস সালাম উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাঞ্চনেশ্বর গ্রামের মৃত গোলাম মওলাব কসের ছেলে।

বিষয়টি তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, প্রায় ২৫ বছর আগে দেশীগ্রাম ইউনিয়নের কুমাল্লু গ্রামের মৃত সোনাবুল্লার মেয়ে সোনাভানের পার্শ্ববর্তী কাঞ্চনেশ্বর গ্রামের মৃত গোলাম মওলা বকসর ছেলে সাগর হোসেন ওরফে আব্দুস সালামের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে তিনটি সন্তানও রয়েছে। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী সাগর হোসেন ওরফে আব্দুস সালাম নানাভাবে স্ত্রী সোনাভানকে শারীরিক ও অমানুষিক নির্যাতন করে আসছিল। তারই ধারাবাহিকতায় মাস দুই আগে আব্দুস সালাম স্ত্রীকে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন। যে কারণে স্ত্রী সোনাভান অতিষ্ঠ হয়ে স্বামী আব্দুস সালামকে তালাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে রাস্তাঘাটে ও বাড়িতে গিয়ে সোনাভানের সাবেক স্বামী তাকে মারপিটের হুমকি-ধামকি দিয়ে আসছে। এ কারণে গতকাল বৃহস্পতিবার দুপুরে সোনাভান এর প্রতিকার চাইতে স্থানীয় দেশীগ্রাম ইউনিয়ন পরিষদে যান। আর পরিষদ থেকে ফেরার পথে তার সাবেক স্বামী সোনাভানের পথরোধ করে তালাক দেওয়ার অপরাধে তাকে হত্যার হুমকি দেয়। একপর্যায়ে সাবেক স্বামী ধারালো রামদা বের করে ওই গৃহবধূর নাকে কোপ দেন। তারপর তার ডান হাতের কনুইয়ে কোপ দেন। পরে পথচারীরা গৃহবধূকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ প্রসঙ্গে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার জন্য ন্যায়বিচার ও কর্মসংস্থানের বাংলাদেশ গড়া হবে : জামায়াত আমির

যে কোনো সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি সই : জেলেনস্কি

ইরান ইস্যুতে ইরাক থেকে হুমকি পেল যুক্তরাষ্ট্র

এবার বাংলাদেশি সব সাংবাদিকের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরিতে বাড়ল ৫ হাজার

অভিনয় ছেড়ে দুবাইয়ে ব্যবসায় মজেছেন অভিনেত্রী

জামিন পেলেও এখনই মুক্তি মিলছে না সাদ্দামের

নারী নির্মাতাদের চলচ্চিত্র নির্মাণ কর্মশালার দ্বিতীয় আসর সম্পন্ন 

‘ইয়ামাল অন্য গ্রহের খেলোয়াড়’

ছাদখোলা বাসে রাজশাহী ওয়ারিয়র্সকে বরণ, উৎসবে মাতল পুরো নগরী

১০

নন-ক্যাডার শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

১১

একুশে বইমেলা ২০২৬ / প্রকাশকদের অনুরোধে স্টল ভাড়া কমল যত

১২

গাজায় শেষ বন্দির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের

১৩

জামায়াত নেতার ছেলেকে রিভলবার ঠেকিয়ে বাড়িতে লুট

১৪

ইতিহাস গড়লেন রিয়াল ব্রাত্য এনদ্রিক

১৫

আবারও হুঙ্কার থালাপতির, বললেন তাকে থামানো যাবে না

১৬

প্রেমিকের স্ত্রীকে এইচআইভি ইনজেকশন পুশ করলেন তরুণী

১৭

ট্রফি উদযাপনের দিনে রাজশাহী-বগুড়াবাসীকে যে বার্তা দিলেন মুশফিক

১৮

নির্বাচনকে গণতন্ত্র পুনর্গঠনের আন্দোলন হিসেবে দেখছি : জুনায়েদ সাকি

১৯

এনপিএ ও কমিউনিটি ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

২০
X