নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির ৫ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। নাশকতা মামলায় শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে আটকদের আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া গেছে।
গ্রেপ্তাররা হলেন, মিজমিজি বাতানপাড়ার মো. ফাহিম চৌধুরী, গোদনাইলের মো. রাসেল মিয়া, সাইলোর মো. জহিরুল ইসলাম, চৌধুরী বাড়ির এমদাদুল হক ও তার ভাই মো. মঞ্জুর আলম। তারা সবাই বিএনপির ওয়ার্ড পর্যায়ের কর্মী বলে জানায় পুলিশ।
মন্তব্য করুন