চট্টগ্রামে রোববার (৫ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। এ হরতালে পূর্ণ সমর্থন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর। তারাও বিএনপির সঙ্গে সর্বাত্মক হরতাল পালন করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়।
শনিবার (৪ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম মহানগরের আমির মুহাম্মদ শাহজাহান, মহানগরের সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই সমর্থনের কথা জানান।
বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করে বিরোধীদলের অহিংস গণতান্ত্রিক আন্দোলনকে সহিংস প্রমাণ করার চেষ্টা করছে। তারা বিরোধী নেতাকর্মীদের আটক করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে আরেকটি ভোটারবিহীন নির্বাচন করার পাঁয়তারা করছে। দলটি এসব মানবে না উল্লেখ করে জামায়াতের নেতাদের মুক্তি দাবি করা হয়।
এর আগে চট্টগ্রামে রোববার (৫ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। শনিবার (৪ নভেম্বর) চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের দায়িত্ব থাকা মো. ইদ্রিস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার পাঠানো এক বিবৃতিতে বলা হয়, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সরকারের পদত্যাগের একদফা দাবির আন্দোলনের জেরে সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদ জানাতে চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণকে এ কর্মসূচিতে শামিল হওয়ার আহ্বান জানানো হচ্ছে। হরতাল শান্তিপূর্ণভাবে সফল করার জন্য চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মী এবং চট্টগ্রামবাসীর সহযোগিতা কামনা করেন নেতারা।
ইদ্রিস আলী বলেন, রোববার চট্টগ্রাম জেলা ও মহানগরে সর্বাত্মকভাবে এ কর্মসূচি পালন করা হবে। তবে অ্যাম্বুলেন্স, সংবাদপত্রবাহী ও সাংবাদিকদের বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে। পাশাপাশি রোববার ও সোমবার বিএনপির ডাকা দেশব্যাপী দুদিনের অবরোধ কর্মসূচিও চলমান থাকবে।
মন্তব্য করুন