কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বিএনপির হরতাল পালন করবে জামায়াতও

জামায়াতে ইসলামীর লোগো। গ্রাফিক্স : কালবেলা
জামায়াতে ইসলামীর লোগো। গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রামে রোববার (৫ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। এ হরতালে পূর্ণ সমর্থন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর। তারাও বিএনপির সঙ্গে সর্বাত্মক হরতাল পালন করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়।

শনিবার (৪ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম মহানগরের আমির মুহাম্মদ শাহজাহান, মহানগরের সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই সমর্থনের কথা জানান।

বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করে বিরোধীদলের অহিংস গণতান্ত্রিক আন্দোলনকে সহিংস প্রমাণ করার চেষ্টা করছে। তারা বিরোধী নেতাকর্মীদের আটক করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে আরেকটি ভোটারবিহীন নির্বাচন করার পাঁয়তারা করছে। দলটি এসব মানবে না উল্লেখ করে জামায়াতের নেতাদের মুক্তি দাবি করা হয়।

এর আগে চট্টগ্রামে রোববার (৫ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। শনিবার (৪ নভেম্বর) চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের দায়িত্ব থাকা মো. ইদ্রিস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার পাঠানো এক বিবৃতিতে বলা হয়, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সরকারের পদত্যাগের একদফা দাবির আন্দোলনের জেরে সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদ জানাতে চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণকে এ কর্মসূচিতে শামিল হওয়ার আহ্বান জানানো হচ্ছে। হরতাল শান্তিপূর্ণভাবে সফল করার জন্য চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মী এবং চট্টগ্রামবাসীর সহযোগিতা কামনা করেন নেতারা।

ইদ্রিস আলী বলেন, রোববার চট্টগ্রাম জেলা ও মহানগরে সর্বাত্মকভাবে এ কর্মসূচি পালন করা হবে। তবে অ্যাম্বুলেন্স, সংবাদপত্রবাহী ও সাংবাদিকদের বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে। পাশাপাশি রোববার ও সোমবার বিএনপির ডাকা দেশব্যাপী দুদিনের অবরোধ কর্মসূচিও চলমান থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপলের জরুরি সতর্কতা

এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

দেশকে বাঁচাতে পরিবেশ রক্ষা করতে হবে : মঈন খান

এশিয়া কাপের আগে জার্সি স্পনসর হারানোর শঙ্কায় ভারত দল

গবেষণা / পুরুষদের তুলনায় নারীদের বেশি ঘুমের প্রয়োজন, জেনে নিন কেন

৪০ কোটি টাকায় দেড়শ বছরের সিআরবি ভবন সংস্কারের উদ্যোগ

সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ২৭০ ফ্ল্যাট বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত

‘যদি পিআরের জন্য আন্দোলন করেন, তাহলে নমিনেশন দিলেন কেন’

প্রপাগান্ডা ছড়ানোর আগে পরামর্শ নিতে বললেন শিবির প‍্যানেলের সর্ব মিত্র!

মালয়েশিয়ায় নামাজ আদায় করে কার্যক্রম শুরু করলেন নাহিদ

১০

খাওয়ার পর করা এই ৮ কাজ ডেকে আনবে বিপদ, বলছেন বিশেষজ্ঞ

১১

এবার নাহিদা-সোবহানারাও হারল যুবাদের কাছে

১২

গুম-খুনের জন্য হাসিনার বিচার হতেই হবে : মির্জা ফখরুল

১৩

৩৮ বছরের দাম্পত্য জীবনে ইতি টানছেন গোবিন্দ ও সুনীতা

১৪

ফেনী থেকে নির্বাচন করবেন এবি পার্টির চেয়ারম্যান 

১৫

চাঁদাবাজি ও ছিনতাইর অভিযোগে সাবেক সমন্বয়ক গ্রেপ্তার

১৬

অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকতে বলল ছাত্রদল

১৭

ঐকমত্য কমিশনে মতামত দেয়নি যেসব দল

১৮

গ্রোক চ্যাটবটের সঙ্গে কথোপকথনের লাখো তথ্য ফাঁস

১৯

গাজায় কোনো দুর্ভিক্ষ নেই, বলল ইসরায়েল

২০
X