ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে গণপরিবহন চালাতে প্রশাসনের নিরাপত্তা প্রদানের আশ্বাস

ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভা। ছবি : কালবেলা
ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভা। ছবি : কালবেলা

হরতাল-অবরোধসহ যে কোনো পরিস্থিতিতে গণপরিবহন মালিক ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন ফরিদপুর প্রশাসন সংশ্লিষ্টরা। সোমবার (৬ নভেম্বর) দুপুরে জেলা পুলিশের আয়োজনে এক মতবিনিময় সভায় এ আশ্বাস দেওয়া হয়। ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। এ ছাড়া হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান, র‌্যাব-১০ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আখতার, জাতীয় শ্রমিক লীগের জেলা শাখার সভাপতি গোলাম মো. নাছির, ফরিদপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি খন্দকার আবদুর রাশেদ, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, জেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি বজলুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত গণপরিবহন সংশ্লিষ্ট কয়েকশ মালিক ও শ্রমিকরা দাঁড়িয়ে থাকা পরিবহনে আগুন দেওয়ার তথ্য উল্লেখ করে শঙ্কা প্রকাশ করেন। তারা বাস-ট্রাকসহ গণপরিবহন ও সংশ্লিষ্ট পরিচালনাকারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

শ্রমিকদের পক্ষে জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মো. নাছির বলেন, মালিক ও শ্রমিকদের সহায়তায় আমরা ফরিদপুর থেকে পরিবহন চালাচ্ছি, কিন্তু অন্য জেলা থেকে পরিবহন কম চালানো হচ্ছে। তিনি বলেন, অনেক নামিদামি পরিবহন কোম্পানি তাদের বাস চালাচ্ছেন না। যে কোনো পরিবহনের জন্য ফরিদপুরকে নিরাপদ রাখতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, প্রতিদিন অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরা কাজ করবেন। যেখানে সমস্যা মনে করবেন আমাদের জানালে সেখানেই নিরাপত্তা দেওয়া হবে। জেলা ও উপজেলা সদরের মহাসড়ক-সড়কে পুলিশ-বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিশ্চিত করবে।

সভাপতির বক্তব্যে ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, ফরিদপুরে কেউ কোনো যানবাহনে কোনো ধরনের নাশকতা ঘটানোর চেষ্ট করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। কেউ কোনো ধরনের নাশকতা করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ফরিদপুরকে শতভাগ নিরাপদ রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত মাদারীপুর রিজিওনের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান জানান, আপনারা নির্দ্বিধায় রাস্তায় বের হবেন, সড়কে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে আপনাদের পাশে থাকবে হাইওয়ে পুলিশ।

এদিকে প্রশাসন সংশ্লিষ্টরা আগামী দিনে যে কোনো ধরনের ঘটনা প্রতিরোধে ভূমিকা নেওয়াসহ কেউ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটালে সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে হলেও তাকে আইনের আওতায় আনার ঘোষণা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবিতে নতুন দায়িত্ব বণ্টন: কোন কমিটির নেতৃত্বে কে?

চট্টগ্রামে যুবদলের দুই নেতাকে বহিষ্কার

মানসিক ভারসাম্যহীন মা, ফুটফুটে কন্যা সন্তান পেল নতুন ঠিকানা

ট্রাম্পের ‘ডাক্তার দেখানো উচিত’ মন্তব্যে গ্রেটা থুনবার্গের পাল্টা জবাব

১৭ মাসে কোরআনে হাফেজ, উপহার পেল রাদিফ

তিন মাসে ৫০ দিন অনুপস্থিত মেডিকেল অফিসার

কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন ঢাবির অধ্যাপক মোর্শেদ

‘দেশের বিরুদ্ধে আগ্রাসনের চেষ্টা চালাচ্ছে ৩ পরাশক্তি’

ডাকসুর এজিএস মহিউদ্দীনকে শৈশবের শিক্ষাপ্রতিষ্ঠানে সংবর্ধনা

মেদ কমাতে হিমশিম খাচ্ছেন? মাত্র ২ মিনিটের কার্যকর কৌশল জেনে নিন 

১০

‘জুনায়েদ বাবুনগরীকে কোটি টাকায়ও কিনতে পারেনি শেখ হাসিনা’

১১

শাপলা প্রতীক না পেলে কী করবে এনসিপি?

১২

বাংলাদেশকে সুখবর দিল বিশ্বব্যাংক

১৩

অপরাধীদের দল-মতের ঊর্ধ্বে আইনের আওতায় আনা হবে : পুলিশ সুপার

১৪

আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার

১৫

বছরের প্রথম সুপারমুন আজ, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?

১৬

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

১৭

ডিএমপির ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

১৮

‘ক্রীড়া উপদেষ্টা কাউন্সিলরদের থ্রেট দিয়েছেন, নির্বাচনে আর্থিক লেনদেনও হয়েছে’

১৯

কমলো এলপি গ্যাসের দাম 

২০
X