ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে গণপরিবহন চালাতে প্রশাসনের নিরাপত্তা প্রদানের আশ্বাস

ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভা। ছবি : কালবেলা
ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভা। ছবি : কালবেলা

হরতাল-অবরোধসহ যে কোনো পরিস্থিতিতে গণপরিবহন মালিক ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন ফরিদপুর প্রশাসন সংশ্লিষ্টরা। সোমবার (৬ নভেম্বর) দুপুরে জেলা পুলিশের আয়োজনে এক মতবিনিময় সভায় এ আশ্বাস দেওয়া হয়। ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। এ ছাড়া হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান, র‌্যাব-১০ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আখতার, জাতীয় শ্রমিক লীগের জেলা শাখার সভাপতি গোলাম মো. নাছির, ফরিদপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি খন্দকার আবদুর রাশেদ, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, জেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি বজলুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত গণপরিবহন সংশ্লিষ্ট কয়েকশ মালিক ও শ্রমিকরা দাঁড়িয়ে থাকা পরিবহনে আগুন দেওয়ার তথ্য উল্লেখ করে শঙ্কা প্রকাশ করেন। তারা বাস-ট্রাকসহ গণপরিবহন ও সংশ্লিষ্ট পরিচালনাকারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

শ্রমিকদের পক্ষে জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মো. নাছির বলেন, মালিক ও শ্রমিকদের সহায়তায় আমরা ফরিদপুর থেকে পরিবহন চালাচ্ছি, কিন্তু অন্য জেলা থেকে পরিবহন কম চালানো হচ্ছে। তিনি বলেন, অনেক নামিদামি পরিবহন কোম্পানি তাদের বাস চালাচ্ছেন না। যে কোনো পরিবহনের জন্য ফরিদপুরকে নিরাপদ রাখতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, প্রতিদিন অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরা কাজ করবেন। যেখানে সমস্যা মনে করবেন আমাদের জানালে সেখানেই নিরাপত্তা দেওয়া হবে। জেলা ও উপজেলা সদরের মহাসড়ক-সড়কে পুলিশ-বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিশ্চিত করবে।

সভাপতির বক্তব্যে ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, ফরিদপুরে কেউ কোনো যানবাহনে কোনো ধরনের নাশকতা ঘটানোর চেষ্ট করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। কেউ কোনো ধরনের নাশকতা করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ফরিদপুরকে শতভাগ নিরাপদ রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত মাদারীপুর রিজিওনের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান জানান, আপনারা নির্দ্বিধায় রাস্তায় বের হবেন, সড়কে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে আপনাদের পাশে থাকবে হাইওয়ে পুলিশ।

এদিকে প্রশাসন সংশ্লিষ্টরা আগামী দিনে যে কোনো ধরনের ঘটনা প্রতিরোধে ভূমিকা নেওয়াসহ কেউ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটালে সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে হলেও তাকে আইনের আওতায় আনার ঘোষণা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে ক্ষমা চাইলেন বাফুফে সভাপতি

গাজায় সেনা পাঠানো নিয়ে নতুন সংকটে পাকিস্তান

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ৬১ ক্রিকেট ব্যাট-বল বিতরণ

ভূমিকম্পে আহত হামীমের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন

৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা

খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক

ফাইনালে সুপার ওভারে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

বিদেশিদের হাতে বন্দরের ব্যবস্থাপনা তুলে দেওয়া অদূরদর্শী সিদ্ধান্ত : লায়ন ফারুক

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় / পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয় মেজর সিনহাকে

কর্মী নিয়োগ নিয়ে বাংলাদেশকে সুখবর দিল সৌদি আরব

১০

সোনালী ব্যাংকে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে প্রতারণা

১১

জাল টাকার নোটসহ আটক ২

১২

রাজশাহীতে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

১৩

এসএ সিদ্দিক সাজুকে বিএনপির শোকজ

১৪

বিএনপি নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : সেলিমা রহমান

১৫

মুফতি মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার

১৬

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত : রিজভী

১৭

যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা, কমান্ডারকে নিহতের দাবি ইসরায়েলের

১৮

রাবির দুই শিক্ষককে বিভাগীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি

১৯

এ দেশ সবার, কারো একার না : সালাউদ্দিন বাবু

২০
X