কৃষক-কৃষাণীরা সারা বছরই রোদ-দুপুরে পুড়ে মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলান। তাদের কষ্টে অর্জিত ফসল ধনী-গরিবসহ সব শ্রেণি-পেশার মানুষের মুখের আহার। মাঠে রোদ-দুপুরে পুড়ে কৃষিকাজ করে তারা ক্লান্ত হয়ে পড়েন। এ সময় যাতে তারা বিশ্রাম নিতে পারেন সেই বিবেচনা করে এই প্রথম উপজেলার চিরতা সুখানগাড়ীতে নির্মাণ করা হয়েছে কৃষক-কৃষাণীর বিশ্রামাগার।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজের সুপরামর্শে এই উদ্যোগ নেন জামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মনোয়ার হোসেন খোকন। ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের ১ লাখ টাকা ও চেয়ারম্যানের ব্যক্তিগত আরও প্রায় ৮০ হাজার টাকা খরচ করে এই বিশ্রামাগার নির্মাণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) এই বিশ্রামাগারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান প্রভাষক মনোয়ার হোসেন খোকনসহ ইউপি মেম্বার ও স্থানীয় কৃষকবৃন্দ। বিশ্রামাগার উদ্বোধনের পর স্থানীয় কৃষকরা এই উদ্যোগের প্রসংশা করেন।
মন্তব্য করুন