সুন্দরবন উপকূলের শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোরা গ্রামের বাসিন্দা চার জেলের জালে ১৬টি জাভা মাছ ধরা পড়েছে। বুধবার (৮ নভেম্বর) দুপুরে মাছগুলো নিয়ে উপকূলে আসেন জেলেরা। সেখানে মাছগুলো এক লাখ পাঁচ হাজার টাকায় বিক্রি হয়।
জেলে শফিকুল ইসলাম বলেন, সুন্দরবনে মাছ ধরার লক্ষ্যে বন বিভাগ থেকে পাস নিয়ে যান তারা। সুন্দরবনের দোবেকি এলাকায় আড়পাঙ্গাশিয়া নদীতে জাল ফেললে ধারাবাহিকভাবে ১৬টি জাভা মাছ ধরা পড়ে। পরে মাছগুলো উপকূলীয় মাছের আড়তে নিয়ে এক লাখ পাঁচ হাজার টাকায় বিক্রি হয়।
তিনি আরও বলেন, যদিও সুন্দরবনের নদীতে বা খালে জাভা মাছ কম বেশি থাকে কিন্তু সেটা জালে খুব কম ধরা পড়ে। অনেক দিন পর একসঙ্গে এতগুলো জাভা মাছ জালে ধরা পড়েছে। বাইরের দেশে জাভা মাছের চাহিদা অনেক। তবে সে অনুযায়ী মাছ পাওয়া যায় না।
উপকূলীয় এলাকার মাছের আড়তের ব্যবসায়ী আবুবক্কার সরদার বলেন, চীনে এই মাছ দিয়ে সুপ তৈরি করা হয় এবং দেশটিতে জাভা মাছের জুস বেশ জনপ্রিয়। একই সঙ্গে এই মাছ খুব দামি ও বিদেশে রপ্তানি হয়। মাছগুলো ক্রয় করা হয়েছে বিদেশে রপ্তানিকারকদের কাছে বিক্রির উদ্দেশ্যে।
মূলত জাভা মাছের প্যাটা ও বালিশের কারণে এর দাম বেশি। এই মাছের প্যাটা ও বালিশ (ফুলকা) দিয়ে ওষুধ তৈরি হয়।
মন্তব্য করুন