খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ সফল করতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলালের আয়োজনে প্রস্তুতি সভা হয়েছে। এতে সিদ্ধান্ত হয়, দেড় শতাধিক গাড়ির ব্যবস্থা করা হবে। এ গাড়ি বহরে নেতাকর্মীরা সমাবেশস্থলে যাবেন। শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় শৈলকুপা পৌরসভার মেয়রের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান, বিশ্বাস বিল্ডার্স ও দৈনিক কালবেলার এমডি, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং শৈলকুপা-১ আসনে নৌকার মনোনয়নপ্রত্যাশী নজরুল ইসলাম দুলাল।
পরে জানানো হয়, আগামী ১৩ নভেম্বর খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন। জনসভা সফল করতে নজরুল ইসলাম দুলালের নেতৃত্বে ১৫০টি বাস ও ৫০টি মাইক্রোবাস দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়াও সমাবেশে যাওয়া সব নেতাকর্মীদের গেঞ্জি, টুপি ও দুপুরের খাবারের ব্যবস্থার কথাও জানান এই নেতা।
শৈলকুপা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী আশরাফুল আজম সভায় সভাপতিত্ব করেন। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুলফিকার কায়ছার টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সরোয়ার জাহান বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, জেলা সেচ্ছাসেবক লীগের সহসভাপতি আজাদ, মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বাবলু জোয়ার্দার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খোকন, উপজেলা মৎস্যজীবী লীগের পৌরসভার সভাপতি হোসেন প্রমুখ।
মন্তব্য করুন