দিনাজপুরের খানসামায় ওবাইদুর রহমান মুন্সি নামে যুবদলের এক নেতাকে প্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা যুবদলের সদস্য সচিব।
খানসামা থানার ওসি চিত্তরঞ্জন রায় তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওবাইদুরকে মঙ্গলবার (১৪ নভেম্বর) আদালতে পাঠানো হবে।
ওবাইদুর উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাটের পানধোয়া ঘাট এলাকার ছপিয়ার মিস্ত্রির ছেলে।
মন্তব্য করুন