নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে বাসে অগ্নিসংযোগের ঘটনায় জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনকে প্রধান করে ৯৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মিন্টু কুমার বাদী হয়ে মামলাটি করেন। গতকাল দুপুরে মামলার সত্যতা নিশ্চিত করেন ওসি গোলাম মোস্তফা।
মামলায় অভিযোগ আনা হয়েছে, আসামিরা পরিকল্পিতভাবে রোববার (১২ নভেম্বর) সন্ধ্য সাড়ে ৬টার দিকে গোদনাইল ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় সড়কের পাশে থেমে থাকা নাফ পরিবহনের একটি মিনিবাসে অগ্নিসংযোগ করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন, গোদনাইলে বাসে আগুন দিয়ে নাশকতা করার অভিযোগে একটি মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মন্তব্য করুন