পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০৫:২৯ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সড়কের মাঝে বৈদ্যুতিক খুঁটি রেখেই কাজ শেষ

কক্সবাজারে মগনামা-বরইতলীর রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটি রেখেই কাজ শেষ। ছবি: কালবেলা
কক্সবাজারে মগনামা-বরইতলীর রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটি রেখেই কাজ শেষ। ছবি: কালবেলা

বানৌজা শেখ হাসিনা নৌঘাঁটির সংযোগ সড়ক কক্সবাজারের পেকুয়া মগনামা-বরইতলী সড়কের প্রশস্তকরণের কাজ প্রায় ৯৫ শতাংশ শেষ হলেও সড়ক থেকে সরানো হয়নি বৈদ্যুতিক লাইনের বহু খুঁটি। এতে প্রতিনিয়ত ঝুঁকি নিয়েই চলাচল করছে পথযাত্রী ও যানবাহন। ফলে যান চলাচলের ব্যাঘাতসহ প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা। হতে পারে প্রাণহানির মতো ঘটনাও।

পেকুয়া উপজেলার বরইতলি থেকে পেকুয়া- মগনামা বানৌজা শেখ হাসিনা সড়কের মগনামা ঘাট, পেকুয়া চৌমুহনী, পেকুয়া বাজার, মাতবরপাড়াসহ একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়কের ওপর বৈদ্যুতিক খুঁটি। এসব বৈদ্যুতিক খুঁটি না সরিয়ে কাজ শেষ করা হচ্ছে। ফলে এ সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও চালকদের চরম ঝুঁকি পূর্ণ অবস্থায় চলাচল করতে হচ্ছে। পোহাতে হয় চরম দুর্ভোগ।

ব্যাটারিচালিত রিকশাচালক আবুল কালাম বলেন, ‘এ সড়ক দিয়ে প্রতিদিন আমাদের বিভিন্ন জায়গায় চলাচল করতে হয়। সড়কের ওপর বৈদ্যুতিক খুঁটি থাকার কারণে দিনে যেমন তেমন রিকশা চালানো গেলেও রাতে অনেক সময় অটোরিকশা নিয়ে যেতে কষ্টসাধ্য হয়ে যায়। দুর্ঘটনার ভয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। সড়কের ওপর থেকে এই বৈদ্যুতিক খুঁটি সরানো হলে আমাদের কষ্ট লাঘব হবে।’

পেকুয়া সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক জহির উদ্দিন বলেন, ‘এ সড়ক দিয়ে আমার স্কুলেরসহ বেশ কয়েকটি স্কুল-কলেজের হাজার হাজার শিক্ষার্থী বিদ্যালয় ও কলেজে আসা-যাওয়া করে। দুর্ঘটনার ভয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় শিক্ষার্থীদের। এ সড়কের ওপর থেকে বৈদ্যুতিক খুঁটিগুলো দ্রুত সরিয়ে নিলে আমরা শঙ্কা মুক্ত হব।’

এই সড়ক সংস্কারের দায়িত্বে রয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামিল ইকবাল। তাদের দাবি, পূর্বের সড়কটি ছিল ১৮ ফুট প্রস্থের। নতুন সংস্কার হওয়া সড়কটির প্রস্থ ৩৬ ফুট। এতে পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিগুলো মূল সড়কের উপরে চলে আসছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান আরও জানান, সড়ক প্রশস্ত করার আগে আমরা বিদ্যুৎ অফিসকে জানিয়েছিলাম খুঁটিগুলো সরিয়ে নিতে। কিন্তু সড়ক সংস্কারের প্রায় ৯৫ শতাংশ কাজ শেষ হওয়ার পরও এ ব্যাপারে তাদের কোনো তৎপরতা দেখছি না। তাই যেখানের খুঁটি সেখানে রেখেই আমাদের কাজ আমরা করে যাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে পেকুয়া উপজেলা চেয়ারম্যান মো. জাহাংগীর আলম বলেন, ‘সড়কের ওপর বৈদ্যুতিক খুঁটি থাকায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে পথযাত্রী ও যানবাহন চালকদের। প্রধান সড়কের ওপর বৈদ্যুতিক খুঁটি থাকায় মুহূর্তের মধ্যেই ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। অতিদ্রুত সময়ের মধ্যে খুঁটিগুলো সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।’

এ প্রসঙ্গে পেকুয়া পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসের এ জি এম দীপন চৌধুরী কালবেলাকে জানান, ‘ইতোমধ্যে আমরা সড়কের বিভিন্ন স্থান থেকে অনেক খুঁটি সরিয়ে নিয়েছি। এইগুলো পুরোনো খুঁটি। সড়ক প্রশস্তকরণ হওয়ার কারণে এগুলো সড়কের মাঝে থেকে গেছে। সড়কের থেকে এগুলো সরানোর কাজ চলমান রয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষে আহত ৩২

কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ

জুলাই আন্দোলনকে অবজ্ঞা করে কোনো বক্তব্য দেওয়া ধৃষ্টতা : চিফ প্রসিকিউটর

মেহেরপুর সীমান্ত দিয়ে এক বছরে ৩৭২ জনকে পুশইন

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

বন্ধুর বউকে বিয়ে করা নিয়ে মুখ খুললেন পরমব্রত

দেশের সবচেয়ে বড় অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো বৃহস্পতিবার

নওগাঁয় বিএনপির দুই নেতাকে বহিষ্কার

নির্বাচনী তথ্য ও অভিযোগ গ্রহণের দায়িত্বে ইসির ১০ কর্মকর্তা

১০

শেখ হাসিনা ও তার বাবা এদেশে গণতন্ত্র হত্যা করেছে : সালাহউদ্দিন আহমদ

১১

২ কোটি লিটারের বেশি সয়াবিন তেল কিনবে সরকার

১২

মুস্তাফিজ কী ক্ষতিপূরণ পাবেন, যা বলছে আইপিএল কর্তৃপক্ষ

১৩

ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

১৪

হাড়কাঁপানো শীতে সুইমিংপুলে সাদিয়ার জলকেলি

১৫

এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে স্কুলে তালা

১৬

জকসু নির্বাচন : দুপুর থেকে বেড়েছে ভোটার উপস্থিতি

১৭

জকসু নির্বাচন / ভোটাররা ৩টার পর ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না

১৮

বিয়ের মঞ্চেই ‘জাস্টিস ফর হাদি’ প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ 

১৯

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে স্বাগত জানাল আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম

২০
X