জনগণ বিএনপিকে আর চায় না বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের প্রত্যয়ে, সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার এবং নারী নেতৃত্ব বিকাশে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের ছাত্রী সমাবেশে তিনি এ কথা বলেন।
বুধবার (১৫ নভেম্বর) সকালে মহিলা কলেজ প্রাঙ্গণে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ এ সমাবেশের আয়োজন করে।
ছাত্রী সমাবেশে মাহিয়া মাহি তার বক্তব্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়শী প্রশংসা করেন। বক্তব্যের একপর্যায়ে তিনি বিএনপির অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও আন্দোলনের সমালোচনা করে বলেন, ‘জনগণ বিএনপিকে আর চায় না।’
ছাত্রী সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের নারী সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী। প্রধান আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক সুলতানা রাজিয়া এবং সম্মানিত অতিথি ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক ও চিত্রনায়িকা মাহিয়া মাহি সরকার।
মন্তব্য করুন