দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জ জেলা বিএনপি। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া ভাঙচুর করা হয়েছে অন্তত ১০টি গাড়ি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ৮টার দিকে শহরের মুসলিম কোয়াটারে বিএনপির নেতাকর্মীরা লাঠি হাতে নিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এতে অন্তত ১০টি যানবাহন ক্ষতিগ্রস্থ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আতঙ্কে লোকজন ছোটাছুটি করেন। পরে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মী।
এ বিষয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, বিএনপি অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করেছে। এ ছাড়া একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।
মন্তব্য করুন