এস এম জুবাইদ, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ঝুঁকি নিয়েই পেকুয়ায় কাঠের পুল পারাপার

খাটিয়া কাধে মরদেহ নিয়ে ঝুঁকিপূর্ণ কাঠের পুল পার হচ্ছেন স্থানীয়রা। ছবি : কালবেলা
খাটিয়া কাধে মরদেহ নিয়ে ঝুঁকিপূর্ণ কাঠের পুল পার হচ্ছেন স্থানীয়রা। ছবি : কালবেলা

ঝুঁকিপূর্ণ কাঠের পুলটি তাদের একমাত্র পারাপারের মাধ্যম। অনেক ঝুঁকি নিয়ে পারাপার করে এখানকার মানুষজন। এটি কক্সবাজারের পেকুয়ার টইটং ইউনিয়নের ফরেস্ট অফিস-বনকানন বাজার সংযোগ সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন বহু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ হাজারো মানুষ চলাচল করে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১১ সালে টইটং ইউপির উদ্যোগে সড়কের পাগলির ছড়া খালের ওপর কাঠের টিম্বার ও পিলার দিয়ে নির্মাণ করা হয় একটি কাঠের পুল। পুলটি বেশ কয়েকবার ভেঙে গেলে স্থানীয়দের উদ্যোগে মেরামত করা হয়, যা বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ। তারপর ও ওই এলাকার বাসিন্দাদের পারাপারের কোনো মাধ্যম না থাকায় ঝুঁকিপূর্ণ কাঠের পুল দিয়ে প্রতিদিন পার হতে হচ্ছে তাদের। ১১ নভেম্বর ওই কাঠের পুল দিয়ে চরম ঝুঁকিতে খাটিয়া নিয়ে লাশ বহনের এমন করুণ দৃশ্যের দেখা মেলে। একটি স্থায়ী পাকা কালভার্টের অভাবে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন স্থানীয়রা।

সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এ কাঠের তৈরি পুল দিয়ে প্রতিদিন টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয়, টইটং উচ্চ বিদ্যালয়, বনকানন দাখিল মাদ্রাসা, বটতলি শফিকীয়া দাখিল মাদ্রাসা, টইটং স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং নারী ও শিশুসহ অসংখ্য পথচারী ঝুঁকি নিয়ে কাঠের তৈরি পুল দিয়ে পারাপার হচ্ছেন। গাড়ি চলাচল তো দূরের কথা একটি লাশের খাটিয়া বহন করতে সীমাহীন কষ্ট হয়।

স্থানীয়রা জানান, এ কাঠের তৈরি পুলটি দিয়ে পারাপারে অনেক সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা। বিশেষ করে রাতে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এমনকি মানুষ মারা গেলে লাশ বহন করতে হয় বিকল্প সড়ক নয়তো বা ওই পুল দিয়ে ঝুঁকি নিয়ে পার হতে হয়। একটি পাকা কালভার্ট স্থাপনের দাবি জানান স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে টইটং ইউপির ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, এটা জানতে পেরেছি, আপাতত চলাচলের জন্য কালভার্টটি মেরামত করে দেওয়া হবে। এটা এখনো টেন্ডার হয়নি।

এ প্রসঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু তাহের জানান, এটা এখনো টেন্ডার হয়নি, তবে বিষয়টা আমাদের নজরে আছে, টেন্ডারের আওতায় আনার চেষ্টা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ কার্যালয়ে এবার বাংলাদেশ প্রেস ক্লাবের সাইনবোর্ড

চমক রেখে ভারতের এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা

স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে নতুন সচিব

ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী : দুই দেশের সম্পর্ক কি স্বাভাবিক হবে?

প্রধান বিচারপতির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাক্ষাৎ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মালামাল জব্দ

ডাকসু নির্বাচন / বাম ছাত্র সংগঠনগুলোর সম্মিলিত প্যানেল ঘোষণা

‘দেখামাত্র গুলির নির্দেশ’ বার্তা ফাঁসকারী পুলিশ সদস্য রিমান্ডে

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে স্বপ্নভঙ্গের হতাশা

১০

ভিসা নিয়ে অস্ট্রেলিয়াকেও পাল্টা জবাব দিল ইসরায়েল

১১

ছাত্র রাজনীতি বন্ধের এক বছর, কী ভাবছেন ইডেন শিক্ষার্থীরা

১২

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব রফিকুল ইসলাম

১৩

৪০ দিন আগেই কি মানুষ নিজের মৃত্যুর কথা বুঝতে পারে?

১৪

বনানীতে সিসা বারে রাব্বী হত্যায় ৪ আসামি রিমান্ডে

১৫

সীতাকুণ্ডে গণশুনানিতে সমস্যার কথা শুনলেন ডিসি ফরিদা খানম

১৬

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের দাবি / শেষবারের মতো আর্জেন্টিনা জার্সিতে নামছেন মেসি!

১৭

জনগণ অসন্তুষ্ট হলে দল ক্ষতিগ্রস্ত হবে : নজরুল ইসলাম

১৮

জানাজায় ব্যস্ত খামারি, সেই সুযোগে ৮০০ হাঁস লুট

১৯

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, অধ্যাদেশ জারি

২০
X